মুক্তি পেল  ‘তানাজি : দা আনসাঙ্গ ওয়ারিয়র’-এর দ্বিতীয় ট্রেলার

আবারও চমক দিল ‘তানাজি : দা আনসাঙ্গ ওয়ারিয়র’। ২০২০ সালের ১০ জানুয়ারি মুক্তি পেতে চলেছে অজয় দেবগন, কাজল ও সইফ আলি খান অভিনীত এই ছবি। ১৯ নভেম্বর মুক্তি পেয়েছিল ছবির প্রথম ট্রেলার। এবার মুক্তি পেল ‘তানাজি : দা আনসাঙ্গ ওয়ারিয়র’-এর দ্বিতীয় ট্রেলার। ট্রেলারটি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অজয়। শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, “৪ ফেব্রুয়ারি ১৬৭০ : একটা যুদ্ধ যা গোটা বিশ্বকে দমিয়ে রেখেছিল। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন।” প্রায় তিন মিনিটের এই দ্বিতীয় ট্রেলারে অজয়ের সঙ্গে লড়াই করতে দেখা গেছে সইফকে। এছাড়া কাজলের চরিত্র সাবিত্রীবাই মালুসারে খুবই গুরুত্বপূর্ণ। সর্বদা স্বামীর পাশে থাকতেন তিনি। এমনকী, যুদ্ধেও তাঁকে সাহায্য করতেন। স্বামী যুদ্ধ করতে গেলে দুর্গ সামলাতেন স্ত্রী। ছবিতে সুবেদার তানাজি মালুসারের চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন। ১৭-র দশকে মারাঠি সেনার প্রধান ছিলেন তিনি। স্ক্রিনে তাঁর স্ত্রীর চরিত্রে দেখা যাবে কাজলকে। তাঁর চরিত্রের নাম সাবিত্রীবাই মালুসারে। অন্যদিকে প্রতিপক্ষ উদয়ভানের চরিত্রে রয়েছেন সইফ আলি খান। পরিচালনায় ওম রাউত। ছবি প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে অজয় বলেন, “আমরা একটা সিরিজ তৈরি করতে চাই। যেখানে শুধু যোদ্ধাদের কথা বলা হবে না, সাধারণ মানুষের কথাও বলা হবে। যাঁদের গল্প অনুপ্রেরণা জোগাবে। এই সিরিজে প্রথম তানাজি। শুধু রাজ্যেরই নন, ইনি জাতীয় হিরো। কিন্তু, ইতিহাস বইতে তাঁর সম্পর্কে শুধু একটা প্যারাগ্রাফ রয়েছে। আমরা চাই মানুষ যাতে তাঁর সম্পর্কে আরও বেশি কিছু জানতে পারেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *