মুক্তি পেল প্রথম সায়েন্স ফিকশন ছবি ‘জম্বিস্তান’

বায়োকেমিকাল অস্ত্রের প্রভাবে মানুষের অস্তিত্ব বিপন্ন হতে বসেছে । নরখাদকে পরিণত হয়েছে মানুষ । আর সেই জায়গায় দাঁড়িয়ে বাঁচার চেষ্টা করছেন কয়েকজন । তাঁদের অস্তিত্ব রক্ষায় লড়াই দেখা গেল অভিরূপ ঘোষ পরিচালিত বাংলার প্রথম সায়েন্স ফিকশন ছবি ‘জম্বিস্তান’-এ। গতকাল মুক্তি পেল অভিরূপের এই ছবি। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন রুদ্রনীল ঘোষ, তনুশ্রী চক্রবর্তী, রজতাভ দত্ত । ছবি প্রসঙ্গে তনুশ্রী চক্রবর্তী বলেন, “খুব চ্যালেঞ্জিং একটা রোল ছিল কারণ ছবিতে প্রচুর অ্যাকশন দৃশ্য রয়েছে । আমি খুবই খুশি হয়েছি ছবিটা অবশেষে মুক্তি পেল এবার দর্শকরা বিচার করবেন কেমন হয়েছে ।” রুদ্রনীল ঘোষ বলেন,” ছবি মুক্তি পাওয়াতে খুবই ভালো লাগছে । তার থেকেও বেশি ভালো লাগে যখন মানুষ আমাদের কাজটাকে পছন্দ করেন । চারটে বড় বড় ছবির মাঝেও আমাদের ছবি মুক্তি পেয়েছে । নতুন ধরনের গল্প এবং ভালো অভিনয় দেখতে দর্শক সবসময়েই অপেক্ষা করে থাকেন । তাই আমরাও সেই দিকে তাকিয়ে রয়েছি ।” ছবির প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন পরিচালক অভিরূপ ঘোষ সহ অন্যান্য কলাকুশলীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *