মুক্তি পেল ‘ফ্রোজেন ২’-এর হিন্দি ট্রেলার

হিন্দি ভাষায় মুক্তি পেল ‘ফ্রোজেন ২’-এর ট্রেলার। ২২ নভেম্বর মুক্তি পেতে চলেছে ‘ফ্রোজেন ২’। ডিজনি ইন্ডিয়ার সঙ্গে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং পরিণীতি চোপড়া। বহু প্রতিক্ষীত এই ছবির কেন্দ্রীয় চরিত্র এলসার চরিত্রে কণ্ঠ দেবেন প্রিয়াঙ্কা। অন্যদিকে, হিন্দি সংস্করণে এলসার বোন আনার চরিত্রে কণ্ঠ দেবেন পরিণীতি চোপড়া। বাস্তব জীবনেও এই দুই অভিনেত্রী তুতোবোন। উল্লেখ্য, এই প্রথম দুই বোন একসঙ্গে কোনও ছবির কাজ করছেন। উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা বলেন, “এর আগে কোনও দিন আমরা দু’ বোন একসঙ্গে কাজ করিনি। আর আমার মনে হল ‘ফ্রোজেন’-এর সিক্যুয়েলই আমাদের জন্য এক্কেবারে উপযুক্ত। এমন একটা সুযোগ হাতছাড়া করার তো কোনও প্রশ্নই নেই! উপরন্তু এরকম একটা বড় মানের প্রজেক্টে দু’বোনের একসঙ্গে কাজ করার এই অভিজ্ঞতাটা আমি সারাজীবন উপভোগ করব। এলসা এমন একজন যে নিজের শর্তে মাথা উচু করে বাঁচে, যার নিজস্ব একটা মতাদর্শ রয়েছে। যে চরিত্রটার সঙ্গে আমি ভীষণরকমভাবে একাত্ম হতে পেরেছি।” পরিণীতি বলেন, “নিজেকে ডিজনির রাজকন্যে মনে করার জন্য কিন্তু অভিনেত্রী হওয়ার প্রয়োজন নেই। ‘ফ্রোজেন’ও আমার খুব প্রিয় ছবি। কখনও ভাবিনি যে এরকম একটা সফলতম অ্যানিমেশন ছবির চরিত্রে কণ্ঠ দেওয়ার সুযোগ পাব। তবে হ্যাঁ, আমি সবথেকে যে কারণে খুশি, সেটা হল এলসা এবং আনা দুই বোনের চরিত্রে কণ্ঠ দিচ্ছি আমি আর মিমি দিদি। আর মিমি দিদি কিন্তু বাস্তব জীবনেও এলসার মতোই! আর আমি? একেবারে আনার মতো। কাজেই চরিত্র দুটোকে বুঝতে আমাদের কোনও অসুবিধে হয়নি।” টুইটারে প্রিয়াঙ্কা একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তাঁকে এলসার মতো পোশাকেই দেখা গিয়েছে। তিনি বলেছেন, সবাই বলে মেয়েদের বোঝা শক্ত। ঠিকই। কারণ সবাই যা ভাবে, তার চেয়ে অনেক এগিয়ে এসেছে মেয়েরা। রানি হওয়ার জন্য এখন আর রাজার দরকার হয় না। ওই জায়গায় পৌঁছনোর জন্য নিজেরাই তারা রাস্তা তৈরি করে নেয়। এমনই দু’জন মেয়ে এলসা ও আনা। ‘ফ্রোজেন ২’ তারই গল্প বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *