একেবারে নতুন থ্রিলার ছবির শুট্যিং শুরু হতে চলেছে খুব শিগগির। পরিচালক অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায়-এর নিজের লেখা গল্পতেই এই নতুন থ্রিলার তৈরি করতে চলেছেন তিনি। তাঁর আগের ছবি ‘রডোডেনড্রন’ এখনও মুক্তির অপেক্ষায় রয়েছে। অর্ঘ্যদীপের সেই ফিল্মে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন পায়েল সরকার। নতুন এই থ্রিলারেও পায়েল থাকছেন। এই ছবিতে গ্রে শেডের চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবির নাম ‘মুখোশ’। ক্লাসিক থ্রিলার ফরম্যাট বেছে নিয়েছেন অর্ঘ্যদীপ। তিনি জানান, ‘ছবিতে দেখা যাবে, একটি মেয়ে তার হারিয়ে যাওয়া দিদির খোঁজ করছে। পুলিশের কাছে এসে মেয়েটি অভিযোগ করছে, ‘আমার দিদিকে বাঁচান, জামাইবাবুই দিদিকে মেরে ফেলবে।’ এরপর পুলিশের বড়কর্তা কেসটা নেন। কিন্তু মুশকিল হচ্ছে জামাইবাবু একজন প্রভাবশালী ব্যক্তি যিনি অধুনা রাজনীতিতে যোগ দিয়েছেন। এবার পুলিশও দ্বিধায় পড়ে যায় কীভাবে এগোবে, কতটা এগোবে। ছবির সময়কালটা এমন- নির্বাচন হয়ে গিয়েছে। ক’দিন পরেই রেজাল্ট বেরবে। আর জামাইবাবু জিতবে একপ্রকার নিশ্চিত। কিন্তু শেষপর্যন্ত মেয়েটির অসহায়তার কথা শুনে পুলিশ কেসটা নিতে বাধ্য হয়, তারপর দিদির খোঁজ শুরু হয়। এই ঘটনার মধ্যে অন্য কিছু লুকিয়ে আছে, নাকি দিদিকে খুঁজে পাওয়ারই গল্প, সেই জার্নিটা দেখার’। ফিল্মটি প্রযোজনা করছেন ‘এসএসজি এন্টারটেনমেন্টস’। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অভীক ও সুজয়নীল। ক্যামেরার দায়িত্ব থাকছেন কান চলচ্চিত্র উৎসবে সম্মানিত সিনেমাটোগ্রাফার মধুরা পালিত। প্রসঙ্গত অর্ঘ্যর আগের ছবিতেও মধুরাই ক্যামেরা করেছিলেন। এডিটিংয়ে অনির্বাণ মাইতি। সুর করছেন নীলাঞ্জন ঘোষ। অন্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে থাকছেন রজতাভ দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। আর এই ছবিতেই ডেবিউ হচ্ছে অভিনেত্রী অমৃতার। কলকাতাতেই হবে ছবির শুট্যিং।