মুম্বইয়ের বাড়িতে ফিরলেন ঋষি কাপুর

সুস্থ হয়ে ঘরে ফিরলেন ঋষি কাপুর। গত রবিবার হঠাত শারীরিক অসুস্থতার জন্য দিল্লির এক হাসপাতালে ভর্তি হন কিংবদন্তী অভিনেতা। তাঁর অসুস্থতার খবর পাওয়া মাত্রই তাঁর কাছে ছুঁটে আসেন আলিয়া-রণবীর ও নীতু সিং। প্রথম খবর ছড়িয়ে পরার পরই ভয় পেয়েছিলেন অনেকেই। কারণ, গত বছরেই মারণরোগ ক্যানসার সারিয়ে ফিরেছেন ৬৭ বছরের  ঋষি কাপুর। দীর্ঘ সাত-আট মাসের লড়াই সারিয়ে গতবছরেই ভারতে ফেরেন ঋষি। মারণরোগ ক্যানসারে আক্রান্ত হন ২০১৮ সেপ্টেম্বর মাসে। তারপরেই আমেরিকাতেই দীর্ঘ চিকিৎসার পর গতবছর জুন মাসে ভারতে ফেরেন এই কিংবদন্তি অভিনেতা। আর এই ভীতিতেই ঋষির অসুস্থতার খোঁজ নিতে দেখা যায় অনেককেই। তবে রবিবার প্রাথমিক চিকিৎসার পরই ডাক্তারের পক্ষ থেকে জানানো হয় ঋষি কাপুরের অসুস্থতার কারণ। দিল্লিতে শ্যুটিং-এ ব্যস্ত ছিলেন অভিনেতা। দূষণের জেরেই তিনি অসুস্থ হয়ে পরেন। তবে সোমবারই তাঁর স্বাস্থ্য ভালো থাকার খবর  প্রকাশ্যে আসে। পরিবারের পক্ষ থেকে  জানানী হয়েছিল ঋষি কাপুরের সুস্থতার খবর । মঙ্গলবার অনেকটাই সুস্থ থাকায় তাঁকে ছেড়ে দেওয়া হল হাসপাতাল থেকে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মুম্বইয়ের বাড়িতে ফিরলেন বলিউডের প্রবীণ অভিনেতা ঋষি কাপুর। নিজেই ট্যুইট করে বাড়ি ফেরার কথা জানান তিনি। তাঁর ঠিক কী হয়েছিল, তাও জানিয়ে ভক্তদের শুভকামনার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। এদিন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ঋষি জানিয়েছেন, ‘বন্ধুরা ও পরিবারের আত্মীয়রা, আপনাদের প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ। দিল্লিতে বিগত ১৮ দিন ধরে শ্যুটিং করছি। আর এতটাই দূষণ এখানে তাই শরীরটা খারাপ হয়ে যায় আমার। নিউট্রোফিলসের ঘাটতির জন্য ইনফেকশন হয় আমার।’ তিনি আরও জানান, ‘হাল্কা জ্বর ছিল, চিকিৎসকেরা ইনফেকশনটা খুঁজে পেয়েছে, নিউমোনিয়া বলে দাবি করছে সবাই। চিকিৎসকদের ঐকান্তিক প্রচেষ্টায় ভালো হয়েছি। তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। এখন আমি মুম্বইতে আছি, কিছুদিন এখানেই থাকব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *