রবীন্দ্রসদনে তাপস পালকে শেষ শ্রদ্ধা ভক্ত-সহকর্মীদের

ঈশিতা উপাধ্যায়, কলকাতাঃ মঙ্গলবার রাতেই মুম্বই থেকে কলকাতায় আনা হয়েছে প্রয়াত অভিনেতা তাপস পালের দেহ। রাতে তাঁর গল্ফগ্রিনের বাড়িতেই রাখা হয়েছিল দেহ। আজ সকাল ১০টা নাগাদ গল্ফগ্রিনের বাড়ি থেকে মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় টেকনিশিয়ান স্টুডিয়োতে। বর্তমানে রবীন্দ্রসদনে শায়িত রাখা হয়েছে তাপস পালের মরদেহ। শেষবারের জন্য প্রিয় অভিনেতাকে দেখতে ভক্তদের উপচে পড়া ভিড় রবীন্দ্র সদনে। এদিন ১১টা ৪০ মিনিট নাগাদ প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানাতে সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রসদনে পৌঁছে প্রয়াত অভিনেতার পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সান্ত্বনা দেন স্ত্রী নন্দিনী ও মেয়ে সোহিনীকে। বেরিয়ে যাওয়ার পথে তিনি বলেন, ‘তাপস পাল এজেন্সির হাতে অত্যাচারিত হয়ে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। কী দোষ করলেন জানতেও পারলেন না। ক্ষতবিক্ষত হয়ে অকালে চলে গেলেন’। এসব কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসা বলেও তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। এদিন রবীন্দ্রসদনে তাদের প্রিয় তাপসদাকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন টলিউডের কলা-কুশলীরাও। উপস্থিত আছেন পরিচালক হরনাথ চক্রবর্তী, অভিনেতা শঙ্কর চক্রবর্তী, ভরত কল, অরিন্দম গঙ্গোপাধ্যায়, অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।  এখানেই প্রিয় নায়ককে শেষ শ্রদ্ধা জানাবেন তাঁর অনুরাগীরা । আজ বিকেলে কেওড়াতলা মহাশ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *