রাজের ধর্মের যুদ্ধের প্রথম ঝলক

ধর্ম নামক জীবানুর সংক্রমণে আক্রান্ত হয়ে ছিন্নভিন্ন হওয়া এক সমাজ। সেই সমাজকে নিয়েই পরিচালক রাজ চক্রবর্তী গড়ে তুলেছেন তাঁর পরবর্তী ছবি ‘ধর্মযুদ্ধ’। পরিণীতা ছবি থেকেই রাজ ভিন্ন ধারায় চলতে শুরু করেছিলেন। ধর্মযুদ্ধ সেই কথা আরও একবার প্রমাণ করল। পাশাপাশি স্বামীর হাত ধরে রাজ-ঘরণী শুভশ্রী নিজেকে নতুনভাবে দর্শকের সামনে তুলে ধরেছেন। ধর্মযুদ্ধ-তেও ‘মুন্নি’র বেশে  এক্কেবারে ভিন্ন রূপে ধরা দিলেন শুভশ্রী। আজ মুক্তি পেয়েছে ‘ধর্মযুদ্ধ’র টিজার। ছবির অন্যান্য ভূমিকায় অর্থাৎ রাঘব, জাফর, শবনম ও আম্মির চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী, সোহম চক্রবর্তী, পার্নো মিত্র, স্বাতীলেখা সেনগুপ্তর মতো অভিনেতা-অভিনেত্রীকে। ছবিতে ঋত্বিক চক্রবর্তীকে দেখা গিয়েছে এক কট্টর হিন্দুবাদীর চরিত্রে। তাঁর মুখে গীতার শ্লোকও শোনা গিয়েছে। টিজারে দেখা যায় কট্টর হিন্দুবাদী ঋত্বিক আম্মি স্বাতীলেখা-কে জিজ্ঞাসা করছে ‘তুমি কে?’ উত্তরে আম্মি বলেন, “আমি এমন একজন যার জন্য সবার ভাল হবে।” সকলের বিপদে আশ্রয়দাতা, শান্তির দূতের মতো দেখা দেবেন আম্মি। অন্যদিকে, কট্টর মুসলিমপন্থী এক যুবকের চরিত্রে অভিনয় করেছেন সোহম।  টিজার শুরু হয়েছে শুভশ্রী আর পার্নোর গল্প দিয়ে। ছবিতে তাঁদের নাম মুন্নি আর শবনম। মুন্নি, যে কিনা তাঁর স্বামীকে ভালোবেশে সুখী। সে নিজের সন্তানসম্ভবা হওয়ার খবর দেয় তাঁর অটোচালক স্বামীকে। অন্যদিকে প্রেমিকের সঙ্গে কলকাতায় চলে আসে শবনম। এভাবে সবকিছু ঠিকঠাকই চলছিল। এরপরই ধর্মের আক্রমণে সব ওলটপালট হয়ে যায়।  ছবিতে শুভশ্রীর স্বামীর ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেতা সপ্তর্ষি মৌলিককে। ছবির গল্প পদ্মনাভ দাশগুপ্ত ও রাজ চক্রবর্তীর। চিত্রনাট্যও লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত নিজেই। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। জানা যাচ্ছে ছবির বেশ অনেকটা অংশের শ্যুটিং হয়েছে পুরুলিয়াতে। ২০২০-র ২০ মার্চ প্রেক্ষাগৃহে আসতে চলেছে ‘ধর্মযুদ্ধ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *