শীতকালীন সন্ধেয় পুজোওয়ালাদের গানপুজোর জমাটি অনুষ্ঠানে হাজির অনুপম-অন্বেষা

শরৎকালে পুজোওয়ালাদের হাত ধরে তিলোত্তমা সেজে ওঠে পুজোর সাজে। আর শীতকালে সেই পুজোওয়ালেদের হাত ধরে কলকাতায় বসে গানের আসর। প্রতি বছরই ফোরাম ফর দুর্গোৎসবের উদ্যোগে পুজোওয়ালাদের গানপুজোর অনুষ্ঠান মাতিয়ে তোলেন নামজাদা শিল্পীরা। পুজোওয়ালাদের গানপুজো আদতে কলকাতার দুর্গাপুজোর আয়োজকদের ফোরামের বাৎসরিক সংগীতানুষ্ঠান। যেখানে বিভিন্ন পুজোর উদ্যোক্তাদের পুরস্কৃত করার পাশাপাশি গানে গানে জমজমাট হয়ে ওঠে আসর। এবছর এই অনুষ্ঠান নবম বর্ষে পা দিল। আজ সন্ধ্যায় নজরুল মঞ্চে বসতে চলেছে পুজোওয়ালাদের গানপুজোর আসর। ফোরাম ফর দুর্গোৎসবের যুগ্ম সম্পাদক শাশ্বত বসু বলেন, “প্রতি বছরই শহরে এমন সংগীতানুষ্ঠানের আয়োজন করে আসছি আমরা। এর আগে রূপংকর, সোমলতা, বাংলা ব্যান্ড ভূমি, ব্যান্ডেজ, কুনাল গাঞ্জাওয়ালা, শ্রেয়া ঘোষালের মতো শিল্পীরা স্টেজ কাঁপিয়েছেন। এবার আসছেন অন্বেষা-অনুপম। যে হারে টিকিট বিক্রি হয়েছে, তাতে আমরা নিশ্চিত শনিবার কানায় কানায় ভরে উঠবে নজরুল। দর্শকদের উত্তেজনাই আমাদের এধরনের অনুষ্ঠান আয়োজনে উৎসাহ দেয়।” এবারের আসর মাতাতে হাজির হচ্ছেন অনুপম রায় এবং অন্বেষা। ইতিমধ্যেই অনুষ্ঠানের প্রচুর সংখ্যক টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *