শ্যুটিং টেকনিশিয়ান, দিনমজুরি কর্মীদের আর্থিক সাহায্য করলেন রজনীকান্ত

করোনার জন্য গোটা ভারতেই বন্ধ সিরিয়াল ও সিনেমার শ্যুটিং। এই রোগের হাত থেকে বাঁচার জন্য তারকরা কিংবা পরিচালক-প্রযোজকেরা বাড়িতেই রয়েছেন। কিন্তু শ্যুটিং বন্ধের ফলে বিপদে পড়েছেন চুক্তিভিত্তিক টেকনিশিয়ান, দিনমজুরি কর্মীরা। তাঁদের সাহায্যে এবার এগিয়ে এলেন রজনীকান্ত। এই পরিস্থিতিতে ফিল্ম এমপ্লয়িস ফেডারেশন অফ সাউথ ইন্ডিয়াকে (FEFSI) ৫০ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রায় ৭০ শতাংশ কর্মীর দৈনিক মজুরি পান। FESI-এর তৈরি করা এই তহবিলে রজনীকান্ত ছাড়াও আর্থিক সাহায্য করেছেন দক্ষিণের দুই তারকা কির্থি ও সুরেশ। শিবকুমার এবং তাঁর দুই ছেলে সূর্য ও কার্তিও ঘোষণা করেছেন FEFSI’র কর্মীদের তাঁরা ১০ লক্ষ টাকা দেবেন। শিবাকার্তিকেয়ন ও বিজয় সেতুপতি, দু’জনেই ১০ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। পরিচালক আর কে সেলভামি এনিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন। সেখানে জানানো হয়েছে, লাইটম্যান বা অন্য টেকনিশিয়ানদের অন্তত ১৫-২০ দিন কাজ থাকবে না। তাঁরা জানিয়েছেন, যদি এই ক’দিনের টাকা তাঁরা না পান, তাহলে তাঁদের সন্তানরা খেতে পাবে না। সেই কথা ভেবেই একটি ফান্ড তৈরি করা হয়েছে। সেখান থেকেই টেকনিশিয়ানদের আর্থিক সাহায্য করা হবে। FEFSI-তে মোট ২৫ হাজার সদস্য রয়েছে। তাঁরা প্রত্যেকেই এই সুবিধা পাবেন বলে জানা গিয়েছে। এর ফলে যদি প্রতিটি পরিবার অন্তত ভাতটুকু পায়, তাহলে তাঁদের নিত্যদিনের খাদ্যের চাহিদাটুকু মিটবে। এদিকে গত ৩১ মার্চ পর্যন্ত শ্যুটিং বন্ধ থাকার কথা। কিন্তু গতকাল রাত ১২ টা থেকে আগামী ১৪ এপ্রিল রাত ১২ টা পর্যন্ত গোটা দেশজুড়ে লকডাউন রাখার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এর জেরেই গভীর আশঙ্কা সৃষ্টি হয়েছে সিনেমা ইন্ডাস্ট্রিতে। কবে থেকে আবার কাজকর্মে স্বাভাবিক ছন্দ ফিরবে সেটা ভেবেই কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে বিনোদন শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *