সংকট মুক্ত হয়ে ঘরে ফিরলেন সৌমিত্র চট্টোপাধ্যায়

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। প্রবীণ অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত ছিল গোটা চলচ্চিত্র জগত্‍। তাঁর শারীরিক অবস্থার উন্নতির খবরে স্বস্তিতে টলিউড ইন্ডাস্ট্রি। দিন সাতেক রুবি হাসপাতালে চিকিত্‍সাধীন থাকার পর চিকিত্‍সকরা জানান শারীরিকভাবে সুস্থ আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এক সাংবাদিক সম্মেলন করেন প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডা. সুনীপ বন্দ্যোপাধ্যায়। যিনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিত্‍সার দায়িত্বে ছিলেন। রুবি জেনারেল হাসপাতালের ডিরেক্টর (মেডিক্যাল অ্যাফেয়ার্স) ডা. ডি পি সমাদ্দার বলেন, ‘যে অবস্থায় সৌমিত্রবাবুকে হাসপাতালে আনা হয়েছিল তখন তাঁর শারীরিক পরিস্থিতি সংকটজনক ছিল। নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন তিনি। ফুসফুসের সংক্রমণও ছড়িয়ে পড়েছিল। কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁকে ভেন্টিলেটারে পাঠানো হয়।’ পালমনোলজিস্ট ডা. অরিন্দম মুখোপাধ্যায় জানিয়েছেন, আপাতত নিয়মিতভাবে তাঁকে ইনহেলার নিতে হবে। শ্বাসকষ্টের অসুবিধা থেকে সাময়িক স্বস্তি মিলবে এর ফলে। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের দায়িত্বে থাকা চিকিত্‍সক ডা. দিব্যদীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, প্রবীণ অভিনেতার বয়সের দিকটি মাথায় রাখতে হবে। ঋতুবদলের সময় নিয়মকানুন মেনে চলতে হবে তাঁকে। যাতে ঠান্ডা না লাগে সেদিকেও কড়া নজর রাখতে হবে। প্রসঙ্গত, গত ১৪ আগস্ট শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *