১৯৪৩ সালে জীবনে প্রথম প্লে-ব্যাক করেছিলেন। সেই থেকে আজও তিনি একইরকম প্রিয় থেকে গিয়েছেন গোটা বিশ্বের সঙ্গীতপ্রেমী মানুষের কাছে। সঙ্গীত জগতে উজ্জ্বল নক্ষত্রের মতো বিরাজ করছেন কালজয়ী গায়িকা আশা ভোঁসলে। ১৯৩৩ সালের ৮ সেপ্টেম্বর মহারাষ্ট্রের সাংলিতে মঙ্গেশকর পরিবারে জন্ম আশা ভোঁসলের। আজ তাঁর জন্মদিনের দিনে টেলি সিনে তাঁকে জানায় সশ্রদ্ধ প্রণাম। মাত্র ৯ বছর বয়সে বাবাকে হারিয়ে পরিবারের সঙ্গে পুনে থেকে কোলহাপুরে এবং পরবর্তী সময়ে মুম্বইয়ে চলে আসা। এরপর শুরু কঠিন জীবন লড়াই। মরাঠি ছবি মাঝা বাল-এর চালা চালা নভ বালা গানটি দিয়েই তাঁর সিনেমায় গান গাওয়ার পথ চলা শুরু হয়। ১৯৪৮ সালে হংশরাজ বেহলের ছবি চুনারিয়া দিয়ে হিন্দি ছবির জগতে পা রাখেন আশা ভোঁসলে। তাঁর প্রথম একক গান শোনা গিয়েছিল ১৯৪৯ সালে মুক্তি পাওয়া রাত কি রানি-তে।১৯৫০ সাল থেকে হিন্দি ছবির জগতে ধীরে ধীরে শুরু হয় আশা ভোঁসলেও উত্থান। স্বামী রাহুল দেব বর্মন ছিলেন এই সুরেলা সফরে তাঁর সঙ্গী। তাঁর দখলে রয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। কোনও একজন শিল্পীর রেকর্ড করা গানের সংখ্যায় তিনি বিশ্বের সবাইকে ছাপিয়ে গিয়েছেন। আশা ভোঁসলের হাত ধরেই গানের জগতে এক অনন্য ধারার সৃষ্টি হয়। শ্রেষ্ঠ সংগীত পরিচালকদের সঙ্গে একের পর এক হিট গান শ্রোতাদের উপহার দিয়েছেন তিনি।