সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই সাহসী কনটেন্ট বেছে নেন আয়ুষ্মান

বরাবর সামাজিক মিথগুলোকে অ্যাড্রেস করে ছবি বানিয়েছেন আয়ুষ্মান খুরানা । হিরোসুলভ চাকচিক্য থেকে বেরিয়ে সাধারণ মানুষ হয়ে উঠতে চেয়েছেন বড় পরদায়। সম্প্রতিই মুক্তি পেয়েছে ‘শুভ মঙ্গল জাদা সাবধান’ ছবির ট্রেলার। ইতিমধ্যেই দর্শককে মাতিয়ে দিয়েছে  ট্রেলারটি। মজার মোড়কে সমকামীত্বের মতো এক জটিল বিষয়ের উপস্থাপনা করা হয়েছে ছবিতে। ট্রেলারটিই এত জনপ্রিয় হয়েছে যে, ট্রেলার সাকসেস পার্টির আয়োজন করা হয়েছে নির্মাতাদের তরফ থেকে। এই ছবিতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা অয়ুষ্মান এক সমকামী পুরুষের চরিত্রে অভিনয় করছেন । আত্মবিশ্বাসী খুরানা এই বিষয়ে বলেন যে, আমাদের দেশ এখন এই ধরনের সাহসী কনটেন্টের জন্য প্রস্তুত। তিনি এও জানান যে অভিনেতা হিসেবে সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতা রয়েছে৷ সে কথা ভেবেই এমন ছবি বাছেন তিনি৷ টাটা স্টিল কলকাতা লিটারারি মিট ২০২০-এ বিশেষ অতিথি ছিলেন আয়ুষ্মান৷ কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে বসেছিল এই আলোচনা সভা৷ আলোচনার বিষয়বস্তু ছিল ‘আর্টিকল ১৫ থেকে আর্টিকল ৩৭৭’ । এই দুই আর্টিকলের উপরই ছবি করেছেন আয়ুষ্মান । ভারতীয় দণ্ডবিধি এরকম অনেক আইনকে কাগজে কলমে স্বীকৃত করলেও সমাজের মানসিকতা বদলায়নি কিছু কিছু বিষয়ে । সেই সমস্ত বিষয়গুলিকে নিজের ছবির মাধ্যমে অ্যাড্রেস করেছেন অভিনেতা। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বললেন, “তিন বছর আগে দেওয়া একটি সাক্ষাৎকারে আমি বলেছিলাম যে, সমকামী প্রেম নিয়ে কাজ করতে চাই । কারণ আমি মনে করি যে, ভারতবর্ষ এই ধরনের সাহসী কনটেন্টের জন্য প্রস্তুত ।” তিনি আরও বলেন, “‘শুভ মঙ্গল জাদা সাবধান’-এর ট্রেলার যেই ধরনের প্রশংসা পেয়েছে, তার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে, আমাদের দেশ এই কনটেন্টের জন্য সম্পূর্ণ তৈরি । আর এর পুরো ক্রেডিট দেওয়া উচিত হিতেশ কেবাল্যাকে।” প্রায় ৪০ মিনিট ইভেন্টে উপস্থিত ছিলেন আয়ুষ্মান। তাঁকে দেখতে তখন ভক্তদের উপচে পড়া ভিড় । আলোচনা শেষে তিনি হাত মেলালেন ভক্তদের সঙ্গে। এক ভক্তের আঁকা নিজের স্কেচে অটোগ্রাফও দেন আয়ুষ্মান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *