সাইবার ক্রাইমের ফাঁদে অরুণিমা-মানালি

নেটদুনিয়ার বাসিন্দা এখন আমরা সবাই। আর সোশ্যাল মিডিয়া তো আমাদের শ্বাস-প্রশ্বাসের মতো। নিজেদের জীবনের ভালো-খারাপ সব কিছুই বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতে সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হই আমরা। কিন্তু আমাদের ব্যাক্তিগত জীবনের এই খুঁটিনাটি তথ্য কী বন্ধু বেশে বসে থাকা কোনও অজানা ব্যাক্তিও দেখছেন? সে হদিশ আমার আপনার কারোরই জানা নেই। নেটদুনিয়ায় আজকাল প্রায় প্রতি পদক্ষেপেই পাতা রয়েছে সাইবার ফাঁদ? সচেতন না হলেই সেই ফাঁদের গেরোয় আটকে যাওয়ার ঘোর সম্ভাবনা। কখন, কীভাবে নিজেদের অজান্তেই শিকার হয়ে যাবেন, তা হয়তো বুঝতেই পারবেন না। বা বুঝে হয়ে ওঠার আগেই অনেকটা ক্ষতি হতে পারে আপনার। ওয়েব মাফিযারা ওঁৎ পেতে বসে রয়েছেন সর্বত্র। সেই ফাঁদে পা দিলেই সর্বস্ব খোয়াতে পারেন আপনি!  এমনই সাইবার ক্রাইমের ফাঁদে পড়ে ছিলেন টলিউডের নামজাদা দুই অভিনেত্রী- মানালি মণীষা দে এবং অরুণিমা ঘোষ। তাঁদের সেই অভিজ্ঞতার কথা তাঁরা ভাগ করে নিলেন দেব এন্টারটেনমেন্টের টুইটার হ্যান্ডেলে। অরুণিমা জানান, এক ব্যাক্তি প্রথমে ইনস্টাগ্রামে একের পর এক মেসেজ পাঠাতে শুরু করে। প্রথমে ভালোমন্দ কথা বলে ভাব জমায়, তারপর বাড়ি থেকে শপিং মল সর্বত্রই তাঁর পিছু নেওয়া শুরু করে ওই ব্যক্তি। এমনকি তাঁর বাড়িতেও পৌঁছে যায়। মানলি-ও এরকমই সাইবার ফাঁদে পড়ার অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। নেটদুনিয়ার এই অন্ধকার দিক অর্থাৎ সাইবার ক্রাইম বিষয়টিকে ভিত্তি করেই সম্প্রতি আসতে চলেছে কমলেশ্বর মুখোপাধ্যায় এবং দেবের ‘পাসওয়ার্ড’। ছবিতে অভিনয় করেছেন দেব-রুক্মিণী, পরমব্রত-পাওলি। ২ অক্টোবর মুক্তি পাচ্ছে এই ছবি। দেবের কথায়, ‘শুধু সিনেমা বানানোই নয়, সচেতনতা গড়ে তোলাও আমাদের উদ্দেশ্য।  তাই সাইবার ক্রাইম নিয়ে সচেতনতা বাড়াতেই অভিনেত্রী থেকে আমজনতার নানান অভিজ্ঞতার কথা নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে শেয়ার করছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স’। বক্তব্য একটাই ‘সতর্ক থাকুন, কারণ আপনিও নজরবন্দি’। মানলি ও অরুনিমার ভয়ানক অভিজ্ঞতার কথা জানতে দেখুন ভিডিও-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *