স্টেডিয়ামের মধ্যে ধরা পড়ল বিরুষ্কার উষ্ণ রসায়ণ, ভাইরাল ভিডিও

দিল্লি ক্রিকেটের এক সময়ের শীর্ষকর্তা প্রয়াত অরুণ জেটলির নামে নামাঙ্কিত হল ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম ৷ এদিকে এর পাশাপাশি একটা নতুন প্যাভিলিয়ানের নাম হল বিরাট কোহলির নামে ৷ এই অনুষ্ঠান হয়েছিল জওহারলাল নেহেরু স্টেডিয়ামের ওয়েটলিফটিং অডিটোরিয়ামে ৷ এদিনে এই অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেটের অধিনায়ক বিরাট কোহলি। নীল রঙের শাড়িতে বিরাট পত্নী অনুষ্কাই যেন ওই অনুষ্ঠানের মধ্যমণি হয়ে ওঠেন। নিজেদের সম্পর্ক নিয়ে কখনও লুকিয়ে রাখেননি দুজনেই। যেকোনও সমস্যায় দুজনেই দুজনের পাশে থেকেছেন, বরাবার। এদিনের অনুষ্ঠানে তাঁদের দুজনকে কথা ও হাসাহাসি করতে দেখা যায়। সুখী দম্পতির অন্যতম লক্ষণ। আচমকাই বিরাটের হাত ধরে সেখানে আলতো চুম্বন করেন অনুষ্কা। বিরাট-অনুষ্কার সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।বিরাট কোহলির একটি ফ্যান পেজের তরফে ওই ভিডিয়ো প্রথমে শেয়ার করা হয়। ভারতের ‘পাওয়ার কাপল’-এর ওই ভিডিয়ো শেয়ার করার কয়েক মুহূর্তের পরই কয়েক লক্ষ ভিউ হয়ে যায়। বিরাট কোহলির নামে প্যাভিলিয়ন উদ্বোধন করার প্রসঙ্গে তিনি জানান, ২০০১ সালে এই স্টেডিয়ামে জিম্বাবোয়ের ম্যাচ ছিল। কৈশোরের কোচ রাজকুমার শর্মা আমাকে দুটি টিকিট দেন। আমার মনে পড়ে,জাভাগল শ্রীনাথের অটোগ্রাফের জন্য স্টেডিয়ামের গ্রিল টপকে গিয়েছিলাম। এ নিয়ে আবার আমার ভাইকে খুব গর্বের সঙ্গে বিশদে জানিয়েছিলাম। কৈশোরের ঘটনায় নস্টালজিক হয়ে তিনি এও বলেন, একই স্টেডিয়ামে আমার নামে প্যাভিলিয়ন হওয়ায় আমি গর্বিত ও সম্মানিত। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর , দিল্লির বিজেপি প্রধান মনোজ তিওয়ারি ও প্রাক্তন ভারত অধিনায়ক কপিলদেব। তবে এদিনের অনুষ্ঠানের সব কিছুকে যেন ছাপিয়ে গেল বিরুষ্কার প্রেমের রসায়ণ।

https://www.instagram.com/p/B2Uhqa4FnI9/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/B2V1f2uFbAb/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *