স্পিরিচ্যুয়াল থ্রিলার নিয়ে হাজির ‘পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর আসবেই’

এই প্রথম বাংলা ছবিতে স্পিরিচ্যুয়াল থ্রিলারকে বিষয়বস্তু করা হল। গতকালই মুক্তি পেয়েছে ‘পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর আসবেই’। এই ছবিতে পরতে পরতে রয়েছে চারটি ভিন্ন গল্প। ছবির পরিচালক রাজর্ষি দে বলেন, ‘বাংলা ছবিতে এরকম স্পিরিচ্যুয়াল থ্রিলার এর আগে হয়নি। যাঁদের নিয়ে কাজ করেছি, সেই স্টারকাস্ট নিয়ে কাজ করা সত্যিই ভাগ্যের ব্যাপার। একেবারে অন্যরকম এই ছবি দেখতে আশাকরি দর্শকদের ভালো লাগবে।’ ছবিতে তিনটি অলৌকিক গল্প রয়েছে। চতুর্থ গল্পটি এই তিনটি গল্পকে জুড়ছে। এই চারটে গল্পকে একত্রিত করার কাজ করেছেন অর্পিতা চট্টোপাধ্যায়। অর্পিতা চট্টোপাধ্যায়ের অভিনীত চরিত্রের নাম শ্রুতি সান্যাল। তাঁর সঙ্গে রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘এই ছবির গল্পটা অন্য ছবিগুলোর থেকে আলাদা। এরকম ছবি আগে তেমন হয়নি। রাজর্ষির সঙ্গে আমি আগেও কাজ করেছি। এবারের অভিজ্ঞতাও ভালো’। কখনও ট্রেন, কখনও প্লেনে যাত্রা করতে দেখা যাবে এই দুই চরিত্রকে। কথোপকথনেই এগোয় ছবির গল্প। এই ছবিতে টেনিয়ার ভূমিকায় অভিনয় করেছেন আরিয়ান ভৌমিক। আরিয়ানের কথায়, ‘পুরোপুরি নেগেটিভ একটা চরিত্র এই প্রথম আমার জন্য। এই অভিনয়টা করা বেশ চ্যালেঞ্জিং ছিল। তবে আমি মনে করি নেগেটিভ চরিত্রে অভিনয় করলে নিজেকে আরও বেশি করে এক্সপ্লোর করা সম্ভব। সাধারণভাবে আমরা যেমন, তার বাইরে গিয়ে কিছু করাটা বেশ শক্ত। তবে এটাও ঠিক যে এই অভিজ্ঞতাটা একমাত্র অভিনেতারাই পান। আমাকে এরকম একটা চরিত্রে ভাবার জন্য আমি পরিচালক এবং প্রযোজকের কাছে কৃতজ্ঞ’। ছবিতে অজান্তেই অলৌকিক কাহিনি মিশে যায় লৌকিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *