হলিউডে পা রাখলেন বলিউড ইভিনেত্রী হুমা কুরেশি। ইতোমধ্যে সেই সিনেমার শ্যুটিং সেরে দেশে ফিরেছেন তিনি। জানা গিয়েছে, পরিচালক জ্যাক স্নাইডারের আসন্ন জোম্বি মুভি আর্মি অফ দ্য ডেড-এ দেখা যাবে হুমাকে। এই সিনেমার জন্য টানা চারমাস শ্যুটিং চলেছে। হলিউডে সুযোগ পেয়ে হুমা তার সদ্ব্যবহার করেছেন তা বলার অপেক্ষা রাখেননি। ছোট্ট শহর থেকে বলিউডে নিজের কেরিয়ার তৈরি করেই আমেরিকায় জীবনের সবচেয়ে দামি অভিজ্ঞতা অর্জন করাটাকে তিনি ভাগ্যবান বলেই ব্যাখ্যা করেছেন। হুমা বলেন, ‘৩০০ মুভির পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগই বা কজনের হয় বলুন।’ শুধু তাই নয়, তিনি এও বলেছেন, ‘জোম্বির সিনেমায় অভিনয় করাটা দারুণ ব্যাপার, তাও আবার জ্যাক স্নাইডারের ফিল্ম। জ্যাকের সঙ্গেই শুধু দারুণ সময় কাটিয়েছি তাই নয়, অভিনেতা ডেভ বাউতিস্তা সহ সমগ্র টিমের সঙ্গেও দারুণ সময় কাটিয়েছি। জীবনের দারুণ অভিজ্ঞতা অর্জন করেছি। অন্যভাবে কাজ করার ও শেখার দৃষ্টিভঙ্গি খুঁজে পেয়েছি। বিশ্বের অন্য দিকগুলিকে চিনতেও শিখেছি।’ এমনই মন্তব্য বাদলাপুর অভিনেত্রীর। সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, ভারত সম্পর্কে আন্তর্জাতিক অভিনেত্রী ও ক্রদের মধ্যে আলাদারকম কৌতূহল রয়েছে। ভারতীয়দের নিয়ে চিরাচরিত নাক সিঁটকানোর কোনওরকম অভিজ্ঞতার সম্মুখীন হননি বলেই দাবি করেছেন হুমা। তাঁর কথায়, ‘বলিউড, ভারত ও আমাদের সংস্কৃতি নিয়ে সেখানে বেশ স্বাস্থ্যকর কৌতূহল রয়েছে। মুভির কাস্ট ও ক্র মেম্বাররা আমাকে অনেকবার বলেছেন, তাঁরা ভারতে আসতে চান। অনেকে আবার ভারতে ঘুরেও গিয়েছেন। তাঁরা ফের ভারতে আসতে চান বলে জানিয়েছেন। শুধু তাই নয়, আমাদের শহর, খাদ্যাভাস, সিনেমা সব কিছু নিয়েই ওঁরা আমাকে প্রশ্ন করতেন। আমিও তাঁদের খুশি খুশি তথ্য দিয়ে দিতাম।’