হাতের কাটা দাগ দেখিয়ে কী বললেন স্বস্তিকা!

যত দিন যাচ্ছে মানুষের চাহিদাও তত বাড়ছে। আর সেই চাহিদা পূরণ না হলেই বাড়ছে হতাশা। সকলের মাঝে থেকেও মানুষের মধ্যে বাড়ছে একাকিত্ব, আসছে মানসিক অবসাদ। হারিয়ে যাচ্ছে সামাজিকতা। দুঃখ আর বিলাসিতার মাত্রায় নেই, কিন্তু মনখারাপ যেন ক্রমশ জাঁকিয়ে বসছে। চাহিদার ভিড়ে হাড়িয়ে যাচ্ছে সহনশীলতা। আরো চাই মানসিকতা থেকেই পিছু হঠেছে ধৈর্য। তাই বাবা-মা সাধ্যমতো আবদার মেটাতে না পারলে কিংবা একটু বকাঝকা করলেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছে জেন ওয়াই।  একলা হয়ে বাঁচতে চাওয়ার হাত থেকে মুক্তি পেতেই স্বেচ্ছামৃত্যু বেছে নিচ্ছেন অনেকেই। এসব কারণেই সেপ্টেম্বরের ৮ থেকে ১৪ বিশ্ব জুড়েই পালিত হচ্ছে আত্মহত্যা প্রতিরোধ সপ্তাহ। আর এই সপ্তাহ উপলক্ষ্যেই বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এক সময়ে  তিনি নিজেও যে সুইসাইড করতে চেয়েছিলেন তা নিজে যেমন বলেছেন তেমনই হাতের কাটা দাগ দেখাতেও ভোলেননি। রোদ্দুর যেমন জীবনের গল্প বলে তেমনই হলুদের হল্কায় মিশে থাকে বেঁচে থাকার আশ্বাস। আর তাই হলুদকে হাতিয়ার করেই সকলকে এগিয়ে আসার কথা বলেছেন অভিনেত্রী। যে কারণে তিনি সকলকে এগিয়ে আসতে অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *