হেলেনের জন্মদিনে একত্রিত খান পরিবার

ফের একবার আনন্দ উৎসবে মাতলেন বলিউডের খান খানদান। কিছুদিন আগেই বোন অর্পিতা এবং বাবা সেলিম খান ও মা সালমা খানের বিবাহ বার্ষিকী একসঙ্গে ধুমধাম করে পালন করলেন সলমান খান। বৃহস্পতিবার ছিল সেলিম খানের দ্বিতীয় স্ত্রী হেলেন খানের জন্মদিন। এদিন ৮০-তে পা দিলেন হেলেন। হেলেনের জন্মদিন উদযাপনেও কোনও ফাঁক রাখলেন না খান পরিবার। সৎ মা হেলেনের সঙ্গে দারুণ সম্পর্ক সলমানের। নিজের মায়ের মতোই ভালোবাসেন। পরিবারের বাকি সবারও তাঁর প্রতি রয়েছে অফুরান ভালোবাসা। তাই হেলেনের জন্মদিন উপলক্ষে গোটা খানদান ফের একসঙ্গে হাজির হয়। হেলেনের জন্মদিন উপলক্ষে সলমন খান, সোহেল খান, অর্পিতা খান শর্মারা যেমন হাজির হন, তেমনি সেখানে আমন্ত্রিত ছিলেন আশা পারেখ, ওয়াহিদা রহমানের মতো বলিউডের বর্ষীয়ান অভিনেত্রীরা। এদিন পার্টির হোস্ট অবশ্য ছিলেন সোহেল খান ও তাঁর স্ত্রী সীমা।

https://www.instagram.com/p/B5J-PJgn4oN/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *