এই করোনা কালেও অসাধারণ বেশ কিছু ছবি উপহার দিল ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। যেমন এই ফিল্ম ফেস্টিভ্যালেই কিংবদন্তী অভিনেতা ভানু বন্দোপাধ্যায়ের জন্মশতবর্ষের কথাা ভেবেই এবার একেবারে অন্য স্বাদের তথ্যচিত্র দেখানো হল এই ফেস্টিভ্যালে। মঙ্গলবার রবীন্দ্র সদনে দেখনো হল ‘ভুবনময় ভানু’। ভানু বন্দ্যোপাধ্যায়ের উপরে এর আগে কাজ হয়েছে অনেক, কিন্তু এই কাজ অনেকটাই আলাদা। এই তথ্যচিত্রে ধরা পড়েছে এই সময়ের প্রখ্যাত অভিনেতা, অভিনেত্রীদের স্মৃতিকথা কিম্বা তাঁদের উপলব্ধি। ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছেন প্রথিতযশা অনেক অভিনেতা, অভিনেত্রীই তঁদের উপলব্ধি ব্যক্ত করেছেন এই ডকুমেন্ট্রিতে। ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ক্যামেরার পিছনে কাজ করেছেন তেমন গুণী মানুষরাও রয়েছেন এই তথ্যচিত্রে । এই তথ্যচিত্রে ভানু বন্দ্যোপাধ্যায়ের পুত্রের কথায় ছুঁয়ে গিয়েছে চিরচেনা অভিনেতাকে একেবারে অন্য ভাবে। অচেনাা ভানুকে চেনাবে এই তথ্যচিত্র। বিদেশে থাকেন বাবলি চক্রবর্তী। এমন একটা ভয়ংকর বছরে যখন সারা পৃথিবী স্তব্ধ, ঘর বন্দী, শেকড়ের টানে দেশের টান, চাইলেও সম্ভভ নয় দেশে ফেরা। পৃথিবীর এই হেরে যাওয়া সময়ে পর্দায় বাবলি হাজির করলেন বাঙালির এমন এক আবেগ , যার নাম শুনলেই অনেক দুঃখ ভুলে যাওয়া যায় একনিমেষে। তিনি আর কেউ নন, ভানু বন্দ্যোপাধ্যায়।