প্রকাশ্যে এল ‘ডিকশনারি’-তে আবির-নুসরতের ফার্স্ট লুক

২০২০ সালে মুক্তি পাওয়া ‘অসুর’ ছবির পর আরও একবার স্বামী-স্ত্রীর চরিত্রে আবির চট্টোপাধ্যায় এবং নুসরত জাহান। ব্রাত্য বসু পরিচালিত ‘ডিকশনারি’ ছবিতে ফের জুটিতে দেখা যাবে এই দুই তারকাকে। বুদ্ধদেব গুহর লেখা দু’টি ছোটগল্প ‘স্বামী হওয়া’ এবং ‘বাবা হওয়া’ অবলম্বনে তৈরি হচ্ছে ব্রাত্য বসু পরিচালিত ‘ডিকশনারি’। প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে ছবি দু’টি। ক্যাপশনে আবির ও নুসরতের চরিত্রের ব্যাখ্যাও দেওয়া হয়েছে।  ছবিতে পুরুলিয়ার বনবিভাগের আধিকারিক অশোক সান্যালের চরিত্রে অভিনয় করেছেন আবির। মার্জিত, রুচিশীল, কথা কম বলা অশোক সরকারি বাংলোতে স্ত্রী স্মিতা ও মেয়ে চানুর সঙ্গে থাকে। স্মিতার চরিত্রই ছবিতে ফুটিয়ে তুলেছেন নুসরত জাহান। তাঁর চরিত্রের ব্যাখ্যা হিসেবে ‘বহির্মুখী’ এবং ‘উদাসীন’ শব্দ দু’টি ব্যবহার করা হয়েছে। ছবিতে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম। অল্প পড়াশোনা জানা এক ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে তাঁকে। তাঁর লুকও প্রকাশ করা হয়েছে। ‘ডিকশনারি’তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী পৌলমী বসুকেও। কলকাতার পাশাপাশি বোলপুর, শান্তিনিকেতনে হয়েছে ছবির শুটিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *