গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হল ‘অভিযাত্রিক’

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দেখানো হল ‘অভিযাত্রিক’। গতকাল প্রদর্শিত হয় পরিচালক শুভ্রজিৎ মিত্রের ‘অভিযাত্রিক’ ছবিটি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘অপরাজিত’ উপন্যাসের শেষটুকু নিয়ে এই ছবিটি বানিয়েছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। ১৯৫৯ সালে মুক্তি পেয়েছিল সত্যজিৎ রায় পরিচালিত ‘অপুর সংসার’। ছবিটি ঠিক যেখানে শেষ করেছিলেন কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়। জানা যায়, ‘অভিযাত্রিক’-এর গল্প ঠিক সেখান থেকেই শুরু করেছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। ‘অভিযাত্রিক’ ছবিতে উঠে এসেছে অপু ও তাঁর ছেলে কাজলের কথা।১৯৫৯ সালে ‘অপুর সংসার’ ছবিতে ছেলেকে নিয়ে বেরিয়ে যেতে দেখা গিয়েছিল অপুকে। এবার সেই ছেলে কাজলের হাত ধরে ঘরে ফিরবে অপু। এই ছবিতে অপু ও তাঁর ৬ বছরের ছেলে কাজলের সম্পর্কের ছবিই আঁকা হয়েছে। ৫১তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে সেখানে গিয়েছেন অভিযাত্রিকের ‘অপু’ অর্থাৎ অভিনেতা অর্জুন চক্রবর্তী। ও ‘অপর্ণা’ দিতিপ্রিয়া রায়। গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি নির্বাচিত হওয়ায় খুশি পরিচালক শুভ্রজিৎ মিত্র। তিনি বলেন, ”মহামারীর প্রকোপ কাটিয়ে গোয়া চলচ্চিত্র উৎসব হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লোকজন এই উৎসবে যোগ দিয়েছেন, এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয়। গোয়া চলচ্চিত্র উৎসবে এই প্রথমবার আমার কোনও ছবি প্রদর্শিত হচ্ছে। এখানে সুযোগ পাওয়াটাই বড় বিষয়। আমাদের হাতে মেমেন্টো, শংসাপত্র তুলে দেওয়া হল, সেটা একটা ভালো লাগার জায়গা।” ‘অভিযাত্রিক’ মুক্তির বিষয়ে এখনও কিছু ঠিক করা হয়নি। আপাতত আরও কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘অভিযাত্রিক’ পাঠানোর কথা ভাবা হয়েছে বলে জানান পরিচালক। এবছর গোয়া চলচ্চিত্র উৎসবে মোট ২৩টি ফিচার ফিল্ম ও ২০টি নন ফিচার ফিল্ম দেখানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *