বর্তমান সময়ে দাঁড়িয়ে জনযুদ্ধে অবসন্ন সকলে। সেই অবসাদ কাটিয়ে এবার সময় ঘুরে দাঁড়ানোর। যা ঘটবে উত্তরণের মাধ্যমেই। শহরের অশুদ্ধ বাতাস থেকে মুক্তি পেতে চাই গান, নৃত্য, অভিনয়ের এক মেলবন্ধন উত্সব। শহর এবং শিল্পের ক্লান্তি ঘোচাতে এবার তেমনই এক উৎসবের প্রয়াস নিলেন বিশিষ্ট বাচিক শিল্পী সুজয় প্রসাদ চট্যোপাধ্যায়। শৈল্পিক মাধ্যমে এই নিবেদনের নাম রাখা হয়েছে ‘ক্রসিং ওভার’।আজ আই.সি.সি.আর অডিটোরিয়ামে শিল্প বুনবে উত্তরণের স্বপ্ন। ‘ক্রসিং ওভার’ অনুষ্ঠানের বিষয়ে সুজয় চট্টোপাধ্যায় বলেন, একসাথে সমস্ত শিল্পীদের মঞ্চে ফিরিয়ে আনা জরুরি ছিল, আর সেই উদ্দেশ্যেই এই বিশেষ অনুষ্ঠান। মূলত গত বছর মোটেও ভালো কাটেনি শিল্পীদের। অনিশ্চিয়তায় ভরে গেছিলো তাঁদের জীবন। তাই সেইসব কালো অতীত ফেলে রেখে সবাইকে একসাথে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ক্রসিং ওভার। এই অনুষ্ঠান উপস্থাপন করছে এস.পি.সি.ক্রাফ্ট এবং মাই সার্কেল ডট কম। উত্তরণের উত্সবে অংশ নেবেন রুপঙ্কর বাগচী, মনোময় ভট্টাচার্য, জয়তি চক্রবর্তী, ঋদ্ধি বন্দোপাধ্যায়, বিশিষ্ট নৃত্য পরিচালক তথা নৃত্যশিল্পী অর্ণব বন্দ্যোপাধ্যায়, নীপবীথি ঘোষ, সুদর্শন চক্রবর্তী অভিনেতা জয়ন্ত কৃপালনী, অভিনেত্রী সৌরসেণী মৈত্র, শিবাশিস বন্দোপাধ্যায় প্রমুখরা। বিশিষ্ট অতিথি হিসাবে অনুষ্ঠানের শুভসূচনায় যোগ দেবেন ডাক্তার রুপালি বসু, অলোকনন্দা রায়,অর্জুন চক্রবর্তী প্রমুখ।
https://www.instagram.com/p/CKZSCBlAbWT/?utm_source=ig_web_copy_link