মিরজাপুর বিতর্ক মামলায় প্রযোজকদের গ্রেফতারের উপর স্থগিতাদেশ দিল এলাহাবাদ হাইকোর্ট

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে ওয়েব সিরিজ মিরজাপুর বিতর্কে পড়েছে। ওয়েব সিরিজের প্রযোজক রীতেশ সিধওয়ানি ও ফারহান আখতারের বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। অবশেষে সেই গ্রেফতারের উপর স্থগিতাদেশ দিল এলাহাবাদ হাইকোর্ট। তবে এই মামলার তদন্তে তাঁদের যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। প্রযোজকরা যদিও অভিযোগ অস্বীকার করেছেন এবং জানিয়েছেন কারোও ভাবাবেগে আঘাত করা তাঁদের উদ্দেশ্য ছিল না। পঙ্কজ ত্রিপাঠী অভিনীত এই ওয়েবসিরিজের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। বৈদ্যুতিন মাধ্যমে অশ্লীল দৃশ্য দেখানো, ধর্মীয় ভাবাবেগে আঘাত, শান্তি ভঙ্গ করতে উসকানি দেওয়া সহ আরও নানা অভিযোগ রয়েছে। ফারহান আখতার ও সিধওয়ানির গ্রেফতারি নিয়ে মার্চের প্রথম সপ্তাহে শুনানি বলে জানিয়েছে আদালত। এক বিশেষ গোষ্ঠীর ধর্মীয় ভাবাবেগে আঘাতের পাশাপাশি উত্তরপ্রদেশের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগও দায়ের হয় প্রযোজকদের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের মিরজাপুরে কোতওয়ালি দেহাত থানায় দায়ের হওয়া এফআইআর হওয়ার পরে গ্রেফতারির রক্ষাকবচের আবেদন করেছিলেন তাঁরা। অবশেষে হাইকোর্টের বিচারপতি মনোজ কুমার গুপ্তার বেঞ্চ তাঁদের কিছুটা স্বস্তি দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *