প্রথমবার ছবি পরিচালকের আসনে শ্রীলেখা মিত্র

এবার পরিচালকের আসনে বসলেন শ্রীলেখা মিত্র। ছবির নাম ‘বিটার হাফ’। ইতিমধ্যেই তাঁর প্রথম ছবির শ্যুটিং শেষ করে ফেলেছেন শ্রীলেখা। বুধবার থেকে এডিটিংয়ের কাজ শুরু হবে। এক দম্পতির তিক্ত হয়ে যাওয়া সম্পর্কের গল্প উঠে আসবে শ্রীলেখার ছবিতে। পাশাপাশি থাকছে থ্রিলার এলিমেন্টও। এই ছবির শুধু পরিচালনা নয়, গল্প, চিত্রনাট্যও শ্রীলেখার। পাশাপাশি আর্ট, কস্টিউম ডিপার্টমেন্টটাও দেখতে হয়েছে। তাই কাজটা একটু চ্যালেঞ্জিং ছিল বলে জানান শ্রীলেখা। ছবিতে নিজের চরিত্র সম্পর্কে অবশ্য এখনই কিছু বলতে নারাজ শ্রীলেখা। তিনি বললেন, ”আমার চরিত্রটা বললে সব বলা হয়ে যাবে। শুধু এটুকু বলব, আমার চরিত্রে চমক রয়েছে।” ছবিটি ৩০ মিনিটের মধ্যে রাখার কথা ভেবেছেন বলে জানালেন শ্রীলেখা। ছবি মুক্তির বিষয়ে তিনি বলেন, ”আাপাতত ওটিটি-র কথা ভেবে রেখেছি। তবে এটার সিক্যুয়াল বানিয়ে বড়পর্দাতেও মুক্তি দিতে পারি।” ছবিতে শ্রীলেখার সঙ্গে অভিনয় করেছেন ভরত কল আর নবাগতা চান্দ্রী মুখোপাধ্যায়।

My Cinematographer #bitterhalf Joydeep Bose

Posted by Sreelekha Mitra on Monday, 1 February 2021

My two pillars of support without whom this project would not have been possible, lovingly I call them Jagai Madhai, hence its our film #bitterhalf

Posted by Sreelekha Mitra on Monday, 1 February 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *