গায়ে হলুদের অনুষ্ঠানে হাজির ইমন-নীলাঞ্জন

আনুষ্ঠানিক বিয়ের আগে বালিতে শুরু হয়েছে ইমন চক্রবর্তী এবং নীলাঞ্জন ঘোষের গায়ে হলুদের অনুষ্ঠান। যেখানে ইমন, নীলাঞ্জনকে নিয়ে একসঙ্গে আচার অনুষ্ঠান পালন করতে দেখা যায় আত্মীয়, ঘনিষ্ঠদের। হলুদ রঙের ব্লাউজের সঙ্গে হলুদ পাড় সাদা শাড়িতে সেজে গায়ে হলুদের অনুষ্ঠানে হাজির হলেন ইমন চক্রবর্তী। ইমনের সঙ্গে রং মিলিয়ে সাদা-হলুদ রঙের পাঞ্জাবি পরতে দেখা যায় নীলঞ্জন ঘোষকে। ইমনের সোশ্যাল মিডিয়ার পেজ থেকে গায়ে হলুদ অনুষ্ঠানের লাইভ ভিডিও করা হয়। ভিডিওতে দেখা যায় ওই অনুষ্ঠানে প্রথমে নিয়ম মেনে গায়ে হলুদের পর্ব সেরে ফেলা হয়। নিয়ম মেনে গায়ে হলুদের পর শুরু হয় হুড়োহুড়ি। গায়ে হলুদের ওই হুড়োহুড়ির পর ইমনকেও দেখা বন্ধুদের গায়ে হলুদের হালকা ছোঁয়া দিতে। আজ সন্ধেয় ইমন, নীলাঞ্জন সমাজিকভাবে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। এক্কেবারে বাঙালি রীতি মেনে বসবে বিয়ের আসর। বেনারসী এবং গয়নায় সেজেই বিয়ের পিঁড়িতে বসবেন ইমন চক্রবর্তী।

Holud ceremony 😁😁

Posted by Iman Chakraborty on Monday, 1 February 2021

Amon e hoy Gaa e holud e.

Posted by Iman Chakraborty on Tuesday, 2 February 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *