বাংলাদেশের ৭ বীরশ্রেষ্ঠকে নিয়ে ছবি


জয়শ্রী,৩ ফেব্রুয়ারিঃ পুরো ঢালিহুড জুড়ে এক বিশাল গুঞ্জন, ঢাকাই ইন্ডাস্ট্রির ৭জন নায়ক এবং ১জন নায়িকাকে নিয়ে তৈরি হতে চলেছে এক অন্যরকম সিনেমা। পরিচালক এবং প্রযোজকদের সাথে কথা হয়েছে সিনেমার অভিনেতাদের এবং অভিনেতারা ইতিবাচক সাড়াও দিয়েছেন। তবে প্রযোজক শাকিব সনেট জানিয়েছেন, ‘চুক্তিস্বাক্ষ না হওয়া অবধি কোনোকিছুই চূড়ান্ত না। আমরা এখন কোনো অভিনেতার নামই বলতে পারছিনা। সময় হলে সব জানানো হবে’। তবে ৭জন নায়কের কথা শুনেই বোঝাই যাচ্ছে, আমরা কথা বলছি ‘রণযোদ্ধা’ মুভির বিষয়ে, যেটা নির্মিত হতে চলেছে ৭জন বীর জওয়ানদের বীরগাঁথা অবদান নিয়ে। স্বাধীনতা যুদ্ধে ৭জন মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ খেতাব পেয়েছিলেন তাঁদের অবদানের জন্য, তাঁরা হলেন মহিউদ্দিন জাহাঙ্গীর, মোস্তফা কামাল, হামিদুর রহমান, নূর মহম্মদ শেখ, মুন্সী আব্দুর রউফ, মোহাম্মদ রুহুল আমিন এবং মতিউর রহমান। এঁনাদের নিয়ে বিভিন্ন প্রেক্ষাপটে নাটক, প্রামাণ্যচিত্র তৈরি হলেও কোনও সিনেমা তৈরি হয়নি। এই প্রথমবার বীরশ্রেষ্ঠাদের অবদান নিয়ে ৭জন পরিচালক মিলে মুভি প্রেজেন্ট করতে চলেছে দর্শকদের সামনে ‘রণযোদ্ধা’র মাধ্যমে। পরিচালকরা হলেন কাওসার মাহমুদ, কামরুল ইসলাম রিফাত, রাইসুল ইসলাম অনিক, রাশিদ পলাশ, গৌতম কৈরী, সানী সানোয়ার এবং প্রযোজক শাকিব সনেট স্বয়ং। ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট ও পুণ্য ফিল্মস। পরিচালক বা প্রযোজক, অভিনেতা বা চরিত্রদের নিয়ে মুখ না খুললেও গোপন সূত্রে জানা গেছে, শাকিব খান অভিনয় করতে চলেছেন বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের চরিত্রে এবং চিত্রনায়িকা ববি হক অভিনয় করতে চলেছেন বীরঙ্গনার চরিত্রে। তবে প্রযোজক শাকিব সনেট বলেছেন,‘বীরঙ্গনার চরিত্রের এক বিশেষ মাহাত্ম্য রয়েছে, এর থেকে বেশি কিছু জানানো সম্ভব নয়’। এছাড়া তিনি আরও জানিয়েছেন, ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রালয়ের সাথে তাঁরা কথা বলেছেন। স্পর্শকাতর বিষয়গুলো যাতে ঠিক থাকে, সেই কারনে মুভির একনিষ্ঠ সকলেই বিভিন্ন মন্ত্রনালয়ের সাথে কথা বলেছেন’। জানা গেছে, ফেব্রুয়ারির মাঝামাঝি করেই ছবিটির মহরৎ অনুষ্ঠিত হবে এবং শ্যুটিং শুরু হবে আগামী রোজার পর। পরিচালক তথা প্রযোজক শাকিব সনেট সব শেষে জানিয়েছেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে এই ছবি তাঁর প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। আশা করি, এই ছবি বাংলাদেশের সকল মানুষের মন জয় করবে’। ‘রণযোদ্ধা’ মুভিটি নিয়ে দর্শকমহলে উত্তেজনা তুঙ্গে। অনুরাগীরা আশা রাখছেন, পরিচালকরা নতুন ছন্দের কোনো সিনেমা আনতে চলেছেন তাদের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *