প্রয়াত রাম তেরি গঙ্গা মইলি’ খ্যাত অভিনেতা রাজীব কাপুর

প্রয়াত হলেন ‘রাম তেরি গঙ্গা মইলি’ খ্যাত অভিনেতা রাজীব কাপুর। বলিউডে যিনি ‘চিম্পু’ নামেই পরিচিত। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮। ফিল্ম সমালোচক কোমল নাথ নিজের টুইটার হ্যান্ডেলে রাজীব কাপুরের মৃত্যুর খবর প্রকাশ করেন। রাজীব কাপুরের মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেন বলিউড তারকারা। ১৯৮৩ সালে ‘এক জান হ্যায় হাম’ দিয়ে বলিউডে পা রাখেন রাজীব কাপুর। এরপর বাবা রাজ কাপুরের হাত ধরে ‘রাম তেরি গঙ্গা মইলিতে’ অভিনয় করেন রাজীব। ওই সিনেমাই তাঁর জীবন বদলে দেয়। এরপর ‘আসমান’, ‘জবরদস্ত’, ‘হম তো চলে পরদেশ’, ‘জমিনদার’-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেন রাজীব কাপুর। যদিও ১৯৯০ সালে ‘জামিনদার’ মুক্তির পর আর অভিনয় করতে দেখা যায়নি রাজীব কাপুরকে। ১৯৯০-এর পর পরিচালনা এবং প্রযোজনার কাজ শুরু করে হৃষি কাপুরের ছোট ভাই। অভিনয় থেকে সরে এসে প্রেম গ্রন্থ, আ আব লট চলে-র মতো একাধিক জনপ্রিয় ছবির প্রযোজনা করেন রাজীব কাপুর। রণধীর কাপুর জানান, ‘আমি আবার আমার ছোট ভাইকে হারালাম। চিকিৎসকরা অনেক চেষ্টা করেছিলেন রাজীবকে বাঁচানোর কিন্তু শেষরক্ষা হয়নি।’ রণধীর কাপুরের ওই মন্তব্যের পর নীতু কাপুর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রাজীবের মৃত্যুর খবর প্রকাশ করেন। যেখানে রাজীব কাপুরের ছবি দিয়ে ‘RIP’ ক্যাপশন জুড়ে দেন নীতু কাপুর। রাজীব কাপুরের মৃত্যুর পর তড়িঘড়ি বাড়িতে চলে আসেন করিনা কাপুর খান। চোখে জল নিয়ে ধীর পায়ে হেঁটে আসতে দেখা যায় করিনাকে। রাজীব কাপুরের মৃত্যুর পর মা ববিতা কাপুরের পাশে দেখা যায় করিশ্মাকে। এমনকী মাকে নিয়েই হাসপাতালের দিকে রওনা দেন করিশ্মা। রাজীব কাপুরের মৃত্যুর খবর পেয়ে কাপুর বাড়িতে হাজির হন সঞ্জয় কাপুর। চাঙ্কি পান্ডেও হাজির হন রাজীব কাপুরের শেষ যাত্রায়। রাজীব কাপুরকে শেষ বিদায় জানাতে হাজির আরমান জৈন।

https://www.instagram.com/p/CLEE5tJgt25/?utm_source=ig_embed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *