তৃতীয় সন্তানের মা হতে চলেছেন লিজা হেডন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন এই সুখবর জানান বলিউড অভিনেত্রী। ভিডিওতে ক্যাপশনে লিজা লেখেন, ‘থ্রি কামিং দিস জুন’। ভিডিওতে ছোট্ট জ্যাকের সঙ্গে মজা করতে দেখা যায় লিজাকে। পাশাপাশি মায়ের পেটের ভিতর কী রয়েছে বলে ছেলেকে প্রশ্ন করেন লিজা। যার উত্তরে, ‘মায়ের পেটে ছোট্ট বোন রয়েছে’ বলে চিৎকার করে জানিয়ে দেয় জ্যাক। লিজার সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে। পাশাপাশি অভনেত্রীর অনুরাগীরা তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করেন।
https://www.instagram.com/p/CLCE-eDBMRm/?utm_source=ig_web_copy_link