এবার বড় পর্দায় আসতে চলেছে দেশের প্রথম চলচ্চিত্র নির্মাতা হীরালাল সেনের বায়োপিক। ১৯১৩ খ্রিষ্টাব্দে দাদা সাহেব ফালকে রাজা হরিশচন্দ্র ছবি নির্মাণের প্রায় দশ বছর আগেই ছবি নির্মাণে সফল হয়েছিলেন হীরালাল সেন। কিন্তু সেই ইতিহাস খুব বেশি লোক জানেন না। ভারতবর্ষে প্রথম বিজ্ঞাপন ছবি ও পলিটিক্যাল ডকুমেন্টারি নির্মাণের শিরোপা যায় হীরালাল সেনের প্রতি। ১৮৬৬ সালে অধুনা বাংলাদেশে জন্মগ্রহণ করেন হীরালাল সেন। এক অত্যন্ত ধনী পরিবারে বড় হয়েছিলেন তিনি, আর জীবনের অন্যতম নেশা ছিল স্থির চিত্র তোলা। ১৮৯৮ সালে কোলকাতার স্টার থিয়েটারে একটি চলচ্চিত্র দেখে চলচ্চিত্রের প্রতি অনুরাগী হয়ে পড়েন তিনি। ইংল্যান্ড থেকে আমদানি করেন ক্যামেরা এবং তার ভাই মতিলাল সেন খোলেন ছবি প্রযোজনার সংস্থা রয়াল বায়োস্কোপ কোম্পানি। নান্দনিকতা এবং বাণিজ্য পরের কয়েক বছরে এই কোম্পানির সঙ্গে বিজ্ঞাপন ছবি, ডকুমেন্টারি ছবি ও থিয়েটারের ফিল্মড সিন চলচ্চিত্রায়িত করে এক ভিন্ন মাত্রা পায়। কিন্তু হীরালাল ছিলেন শিল্পী, তার বাণিজ্যিক বুদ্ধির অভাবে ১৯১৩ সালেই বন্ধ হয়ে যায় এই কোম্পানি। ১৯১৭ সালে খুবই আকস্মিক ভাবে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান হীরালাল সেন। তার কিছুদিন আগে তার ওয়্যার হাউসে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে যায় তার সারা জীবনের কাজ। এ হেন হীরালাল-এর বায়োপিক এবার বড় পর্দায়। ছবিতে হীরালাল সেনের চরিত্রে অভিনয় করেছেন কিঞ্জল নন্দ। ইন্দ্রজিৎ রায় পরিবেশিত, অরুণ রায় পরিচালিত, ইজেল মুভিজ প্রযোজিত, আত্রেয়ি নির্মাণের উদ্যোগে ছবি হীরালালের পোস্টার ও ট্রেলার লঞ্চ হয়ে গেল মহা সমারোহে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীদের পাশাপাশি পরিচালক অরুণ রায়, প্রযোজক ইন্দ্রজিৎ রায়। এ ছাড়াও উপস্থিত ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী, শঙ্কর চক্রবর্তী, অর্ণ মুখোপাধ্যায়, তন্নিষ্ঠা বিশ্বাস, পার্থ সিনহা প্রমুখ। আগামী ৫ ই মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি।