প্রথম কেমো নেওয়ার পর ফের শ্যুটিং ফ্লোরে ফিরলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। অভিনেত্রীকে আবারও দেখা গেল টিভি ধারাবাহিক জিয়ন কাঠির সেটে। কাজে ফেরার কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। শ্যুটিং ফ্লোরের ছবি পোস্ট করে ঐন্দ্রিলা লিখেছেন ‘ব্যাক টু দ্যা শুটিং ফ্লোর’। প্রসঙ্গত দিল্লির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে ঐন্দ্রিলা শর্মার। দুদিন আগেই কেমো নিয়েছেন তিনি। ১৯ মার্চ আবারও কেমো নিতে যেতে হবে তাঁকে। তবে কঠিন সময়ে তাঁর হাত ছাড়েননি পর্দার ‘বামা’ তথা ঐন্দ্রিলার বন্ধু সব্যসাচী চৌধুরী। দিল্লির হাসপাতালে ভর্তি থাকাকালীনও অভিনেতা সব্যসাচী চৌধুরীকে ঐন্দ্রিলার পাশে থাকতে দেখা গিয়েছে। ঐন্দ্রিলাকে শুটিং ফ্লোরে দেখে তাঁর সহকর্মী থেকে অনুরাগী সকলেই খুব খুশি।