১৫ বছর পর ফের কলম ধরতে চলেছেন জাভেদ আখতার

আবার কলম ধরতে চলেছেন জাভেদ আখতার। ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানির এক্সসেল প্রযোজনা সংস্থার প্রযোজিত ছবির গল্প লিখতে চলেছেন জাভেদ আখতার। লেখক হিসেবে চল্লিশতম ছবি, এবং সেলিম খানের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর এককভাবে পনেরো নম্বর ছবি লিখতে চলেছেন জাভেদ আখতার।