নতুন চমক এল অক্ষয় কুমার এবং জ্যাকলিন ফার্নান্ডেজ অভিনীত ‘রাম সেতু’-তে। এই চমকের নাম নুসরত বারুচা। এই প্রথম অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। অভিষেক শর্মা পরিচালিত নতুন ছবি ‘রাম সেতু’। সেই ছবিতে কাজ করার খবর সোশ্যাল মিডিয়ায় নুসরত নিজেই জানিয়েছেন। স্ক্রিপ্ট রিডিংয়ের একটা ছবি নুসরত নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে অক্ষয় কুমার এবং জ্যাকলিন ফার্নান্ডেজের পাশে বসে নুসরত স্ক্রিপ্ট শুনছেন। এই প্রথম অক্ষয় কুমারের সঙ্গে তিনি কাজ করছেন। আর অক্ষয় কুমারের খুব বড় ফ্যান তিনি। তাঁর মত অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে নুসরত দারুণ খুশি। সম্প্রতি অক্ষয় কুমারের ইনস্টাগ্রাম থেকে ‘রাম সেতু’-র একটি ছবি পুনরায় পোস্ট করে লিখেছেন, “ ‘রাম সেতু’ টিমের অংশ হতে পেরে সত্যি সম্মানিত বোধ করছি। চল, এবার একসঙ্গে কাজ করা যাক।”
https://www.instagram.com/p/CMFLWA2F9cw/?utm_source=ig_embed