পঞ্চম বিবাহবার্ষিকীতে স্ত্রী সৃজাকে ধন্যবাদ জানালেন অর্জুন

আজ অভিনেতা অর্জুন চক্রবর্তী এবং তাঁর  স্ত্রী সৃজা সেনের পঞ্চম বিবাহবার্ষিকী। সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের একটি ছবি শেয়ার করে সৃজাকে এই বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা। অর্জুন সৃজাকে ট্যাগ করে লিখেছেন, ‘আমাকে পছন্দ করে নেওয়ার জন্য ধন্যবাদ। শুভ বিবাহবার্ষিকী। এটা আমাদের পঞ্চম বিবাহবার্ষিকী।’ ছবিতে দেখা যাচ্ছে, মেরুন রঙা পাঞ্জাবিতে এক্কেবারে বিয়ের পোশাকে অর্জুন। আর সৃজার পরনে লাল বেনারসি। সিঁদুরে, মুকুটে একেবারে বিয়ের সাজ। বিয়ের দিনের ক্যান্ডিড এই ছবি। বাইরের আলোর সাজ যেন প্রতীকী হয়ে উঠেছে তাঁর সম্পর্কের জন্যও। সেখানেও আলোর মালা। অন্যদিকে বিয়ের দিনের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় অর্জুনকে শুভেচ্ছা জানিয়েছেন সৃজাও। তিনি লিখেছেন, প্রেমে পড়ার সময় তাঁরা ছোট ছিলেন। ধীরে ধীরে পেরিয়ে গিয়েছেন অনেকটা পথ।

Five years of wedded bliss ❤️ Thank you for choosing me @sreejasen I love you. Happy Anniversary! 😙😙😙😙😙😙😙😙😙

Posted by Arjun Chakrabarty on Tuesday, 9 March 2021

https://www.instagram.com/p/CMOUHEhgFCC/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *