ইসরোর পাশে বি-টাউন, ট্যুইট বার্তায় ভড়ে উঠলো সোশ্যাল মিডিয়া

গোটা দেশ উতকন্ঠার সঙ্গে অপেক্ষা করছিল ইতিহাসের সাক্ষি হতে। কিন্তু শেষ মূহুর্তে এসে স্বপ্নভঙ্গ হয়ে গেল ভারতের। গতকাল রাতে চাঁদে পা দেওয়ার কথা ছিল ইসরোর পাঠানো  চন্দ্রায়ন ২-এর ল্যান্ডার বিক্রমের। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। চাঁদের কাছাকাছি এসে ইসরোর সেন্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ল্যান্ডার বিক্রমের। চন্দ্রযান ২-এর অভিযান সফল করতে কঠোর পরিশ্রম করেছেন ইসরোর চেয়ারম্যান কে শিবন ও তাঁর টিম। শেষ মুহূর্তের এই তাল ভঙ্গ হতাশ করেছে চন্দ্রযান ২ অভিযানের গোটা টিম সহ আপামর ভারতবাসীকে। তবে দেশ ইসরোর বিজ্ঞানীদের পাশে আছেন বলে শনিবার সকালে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সুর শোনা গেল বলিউড তারকাদের গলাতেও। সোশ্যাল সাইট ভরে গিয়েছে বিজ্ঞানীদের পাশে থাকার বার্তায়। বলিউড তারকারাও ট্যুইট করে ইসরোর পাশে থাকার বার্তা জানিয়েছেন। কে কী বললেন? দেখে নেওয়া যাক ট্যুইট বার্তা-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *