কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন ‘ভাইজান’ সলমন খান। একটি ট্যুইট করে তাঁর অনুরাগীদের এই খবর জানিয়েছেন সলমন নিজেই। সংক্ষিপ্ত ট্যুইটে তিনি জানান, “আমি করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম শটটি পেয়েছি।” সলমন খানের ট্যুইটে ফ্যানেরা যেমন খুশি হয়েছেন। তেমনই প্রতিক্রিয়া জানিয়েছেন ঋত্বিক রোশন, অক্ষয় কুমারের মতো সতীর্থরা। ভালোবাসার ইমোজি দিয়েছেন ঋত্বিক। আর অক্ষয় কুমার অবশ্য মজাদার কমেন্ট করে লিখেছেন, “হ্যাঁ, বুড়োদের তো আগেই দিচ্ছে।” মুম্বাইয়ের বান্দ্রার লীলাবতী হাসপাতাল থেকে টিকা নিয়েছেন সলমন।