‘দ্য হোয়াইট টাইগার’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে ‘রাইজিং স্টার অ্যাওয়ার্ড’ পেলেন আদর্শ গৌরব

পরিচালক রামিন বহেরিনের ছবি ‘দ্য হোয়াইট টাইগার’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য অভিনেতা আদর্শ গৌরবের ঝুলিতে একের পর এক আন্তর্জাতিক পুরস্কার জমা হচ্ছে। কয়েকদিন আগেই ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম এ্যান্ড টেলিভিশন আর্টস পুরস্কারের জন্য সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন তিনি। এবার এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে ‘রাইজিং স্টার অ্যাওয়ার্ড’ পেলেন আদর্শ গৌরব। আগে জাস্টিন চন,সারেউম শ্রে মুচের মতো হেভিওয়েট সিনেমা-ব্যক্তিত্বরা এই ‘রাইজ়িং স্টার অ্যাওয়ার্ড’ পেয়েছেন। এ বার এঁদের সঙ্গে এই লিস্টে নাম লেখালেন আদর্শ। দ্য হোয়াইট টাইগার’-এ আদর্শ গৌরব এক প্রতিবাদী চরিত্রে অভিনয় করেছেন। তাঁর চরিত্রের নাম ‘বলরাম’। সমাজে মূল স্রোতের বিপরীতে হেঁটে নিজেকে প্রতিষ্ঠিত করে সে। এই ছবিতে আদর্শ গৌরবের সঙ্গে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং রাজকুমার রাও। এই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় ছাড়াও কার্যনির্বাহী প্রযোজক হিসাবে কাজ করেছেন। এ বছর অতিমারির কারণে এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল ‘ভার্চুয়ালি’ হয়েছে। বিচারকের আসনে ছিলেন নামজাদা ব্যক্তিত্বরা। অস্কার মনোনীত প্রযোজক গিল নেটার (লাইফ অফ পাই), অস্কারজয়ী চিত্রনাট্যকার ডেভিড সেডলার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক জঁ ম্যাক ভ্যালি, লুলু ওয়াঙ,অভিনেত্রী লুসি লিউ ছিলেন এবারের বিচারকের আসনে। তাঁদের সবার মন জয় করে নিয়েছে আদর্শের অভিনয়। ‘রাইজ়িং স্টার অ্যাওয়ার্ড’ পেয়ে স্বাভাবিকভাবে খুশি আদর্শ গৌরব। তিনি বলেন, “আমার কাজ যে জুরিদের পছন্দ হয়েছে এবং আমাকে এই পুরস্কারের জন্য যোগ্য মনে করা হয়েছে আমি সত্যি খুবই কৃতজ্ঞ। আমি সত্য়ি আবেগপ্রবণ হয়ে পড়ছি। আমাকে ছবিতে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য গোটা টিমের কাছে আমি কৃতজ্ঞ।”

https://www.instagram.com/p/CKbfUc8n8G6/?utm_source=ig_embed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *