করোনার কবলে ভিকি কৌশল

করোনার কবলে ভিকি কৌশল। সোশ্যাল মিডিয়াতেই এই খবর তিনি জানান। অভিনেতা নিজেকে বাড়িতেই ‘কোয়ারেন্টাইন’-এ রেখেছেন। ভিকি কৌশল লেখেন, ”সমস্ত সাবধানতা মেনে চলার পরও আমার কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তবে নিয়ম মেনেই আমি নিজেকে ঘরবন্দি রেখেছি। চিকিৎসকের পরামর্শ মেনে চলছি। যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা কোভিড টেস্ট করিয়ে নিন।” ভিকির একটাই আফসোস যে, সব রকমভাবে সাবধান ও সচেতন থেকেও তিনি করোনায় আক্রান্ত হলেন৷ আর তাঁর এই কথাই এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের জন্য৷ তার কারণ কীভাবে করোনা সংক্রমণ ছড়াচ্ছ, সেটাই বোঝা যাচ্ছে না৷ সাধারণভাবে মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা, হাত ধোয়া, এই সব নিয়মগুলি মেনে চলেন সকলে৷ এই সব নিয়ম মেনেছেন ভিকিও৷ অন্তত তিনি তাই দাবি করছেন৷ কিন্তু তারপরও তিনি করোনার থাবা থেকে বাঁচতে পারলেন না৷ যা খুবই মারাত্মক৷

https://www.instagram.com/p/CNRh9RupynV/?utm_source=ig_embed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *