দেশজুড়ে নতুন করে চোখ রাঙাচ্ছে মারণ করোনা ভাইরাস। সোমবারই যেমন স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্তের সংখ্যা ১ লক্ষ পেরিয়েছে। স্বস্তিতে নেই বাংলাও। সেখানেও একদিনে করোনা সংক্রমিতের সংখ্যা ২০০০ ছুঁই ছুঁই। এমন পরিস্থিতিতে টেস্টিং, ট্রেসিং আর টিকাকরণই ভরসা। ভারতের অন্যান্য প্রান্তের মতো এ রাজ্যেও চলছে করোনার টিকাকরণ। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী বর্তমানে ৪৫ বছরের ঊর্ধ্বে প্রত্যেকেই ভ্যাকসিন নিতে পারছেন। কিন্তু বস্তিতে থাকা বাসিন্দাদের মধ্যে করোনা থেকে সুরক্ষিত থাকার বিষয়ে সচেতনতা তুলনামূলকভাবে অনেকটাই কম। ভ্যাকসিন নেওয়ার বিষয়েও তাঁরা বেশ উদাসীন। সেই মানুষদেরই এবার টিকাকরণের ব্যবস্থা করলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। দত্তাবাদ বস্তির ১০০ জন দুঃস্থ প্রবীণ নাগরিককে করোনার টিকা দেওয়ানোর ব্যবস্থা করলেন ঋতাভরী। বন্ধু রাহুল দাশগুপ্তকে সঙ্গে নিয়ে শনিবার ঋতাভরী শহরের এক বেসরকারি হাসপাতালে এই টিকাকরণের ব্যবস্থা করেন। যার একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দাঁড়িয়ে থেকে ঋতাভরীকে তদারকি করতে দেখা যাচ্ছে। যেখানে দেখা যাচ্ছে কোভিড প্রোটোকল মেনে দত্তাবাদের একশো প্রবীণ বাসিন্দাকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কোভিডের বিরুদ্ধে সকলে সতর্ক হলে তবেই এই অতিমারী থেকে লড়াইয়ে জেতা সম্ভব হবে। নিজের এই উদ্যোগের মাধ্যমে সে বার্তাই দিয়ে রাখলেন ঋতাভরী। ভিডিয়োটি পোস্ট করে ঋতাভরী লিখেছেন, বন্ধু রাহুলের পাশাপাশি তাঁর মা শতরূপা সান্যাল পাশে না থাকলে তিনি এই উদ্যোগে সফল হতেন না। পাশাপাশি ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। লাইমলাইটে এসে সমাজসেবায় তিনি বিশ্বাসী নন। তাই প্রচারের আশা না করেই নানা সেবামূলক কাজের সঙ্গে বছরভর জড়িত থাকেন তিনি। এই যেমন ধরুন, অনাথাশ্রমের শিশুদের সঙ্গে জন্মদিন পালন কিংবা মূক ও বধিরদের পাশে থাকা। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ার দৌলতে সে ব্যাপারে অবগত হন অনুরাগীরা। করোনা কালেও তার ব্যতিক্রম হল না। এবারও মহানুভবতার পরিচয় দিলেন ঋতাভরী চক্রবর্তী।
https://www.instagram.com/p/CNM_flLgoTF/?utm_source=ig_web_copy_link