সারা দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। দৈনিক আক্রান্তদের সংখ্যা ক্রমশ বাড়ছে। দ্বিতীয় দফার এই করোনা-তরঙ্গে মৃত্যুর হারও অনেক বেশি। অক্সিজেন, রক্ত, হাসপাতালের বেড—সব কিছুর সমস্যা দেখা দিয়েছে। এই সঙ্কটজনক পরিস্থিতিতে মানুষের পাশে বাংলা ব্যান্ড ফসিলস। ফেসবুকে পোস্ট দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রূপম ইসলাম। তাঁর বার্তা, ‘আপনাদের কী প্রয়োজন, জানান আমাদের, আমাদের প্রতিনিধিরা যথাসাধ্য চেষ্টা করবে আপনাকে সাহায্য করার’। এদিন নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট দিয়ে রূপম ইসলাম জানিয়েছেন, ‘কোভিড আক্রান্ত বাড়ি বা অন্যন্য সমস্যার কারণে যাঁরা বেরিয়ে ওষুধপত্র, বাজার এবং অন্যন্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারছেন না, কমেন্ট বক্সে জানান আমাদের, আপনার এলাকায় আমাদের প্রতিনিধি থাকলে তাঁদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেব আমরা। তাঁরা আপনাদের জন্য জিনিস কিনে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে’। আপতকালীন পরিস্থিতিতে এই উদ্যোগে সাড়া পড়েছে যথেষ্টই। পোস্টের নিচে কমেন্ট করে অনেকে স্বেচ্ছাসেবক হয়ে বাড়ি বাড়িতে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছতে দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন।