প্লাজমা দানের অঙ্গীকার করলেন রুক্মিণী

গোটা দেশে উদ্বেগজনক করোনা পরিস্থিতি। প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তদের সংখ্যা। দ্বিতীয় দফার এই করোনা-তরঙ্গে মৃত্যুর হারও অনেক বেশি। অক্সিজেন, রক্ত, হাসপাতালের বেড—সব কিছুর সমস্যা দেখা দিয়েছে। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে গোটা দেশের মতোই বিধ্বস্ত বাংলা! এই পরিস্থিতিতে টলি তারকাদের অনেকেই নিজেদের সাধ্যমত আক্রান্তদের পাশে দাঁড়াচ্ছেন। সৃজিত মুখোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, বিরসা দাশগুপ্তদের মত অনেকেই অহরহ সেশ্যাল মিডিয়ায় করোনা চিকিৎসা সংক্রান্ত গুরিত্বপূর্ণ তথ্য শেয়ার করে চলেছেন। এক ধাপ এগিয়ে এলেন রুক্মিণী মৈত্র। কিছুদিন আগেই মুম্বইতে শুটিং করা কালীন করোনা আক্রান্ত হন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তিও হয়েছিলেন তিনি৷ তবে এখন তিনি সুস্থ৷ তিনি তাঁর প্লাজমা দানের অঙ্গীকার করলেন। রুক্মিণী জানেন, এই সময় করোনা রোগীকে দ্রুত সুস্থ করে তোলার জন্য প্লাজমার ভূমিকা ঠিক কতটা! তাই তিনি যাঁরা প্লাজমা দিতে সক্ষম তাঁদের কাছে প্লাজমা দান করার আবেদন রেখেছেন। কারা প্লাজমা দিতে পারবেন, কীভাবে পারবেন একটা ভিডিও করে রুক্মিণী তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেই ভিডিওতেই তিনি জানিয়েছেন প্লাজমা দানের জন্য তিনি নিজেও রেজিস্ট্রেশন করেছেন। রুক্মিণী ভিডিওতে খুব স্পষ্ট করে এই প্লাজমা দানের ব্যাপারটা বুঝিয়েছেন। যাতে সাধারণ মানুষের বুঝতে এতটুকু অসুবিধা না হয়। করোনায় যাঁরা একবার আক্রান্ত হয়ে গিয়েছেন তাঁরাই এই প্লাজমা দিতে পারবেন। রেজিস্ট্রেশনের পর তিনি নিজেও প্লাজমা দানের জন্য এখন অপেক্ষা করছেন। রুক্মিণীর এইভাবে এগিয়ে আসাকে কুর্নিশ জানিয়েছেন দেব। তিনি রুক্মিণীর ভিডিওর নীচে লিখেছেন, ‘তোমার জন্য গর্বিত, মেয়ে’।

Please click on the link below to donate your plasma🙏🏻👇🏻 #CovidSurvior be a #CovidWarriorhttps://docs.google.com/forms/d/e/1FAIpQLSd9D-YJyphUQSS5BOWBsqsD0Nh7oG9aSHX7ElTJ9I46VLTV8g/viewform

Posted by Rukmini Maitra on Monday, 26 April 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *