প্রকাশ হল ‘মুড় মুড় কে’ গানের টিজার। অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ ও মিকেলে মোরোনের মিউজিক ভিডিও, যা জনপ্রিয় গায়িকা নেহা কক্করের কণ্ঠে শোনা যাবে। গানটি তৈরি করেছেন বর্তমানের জনপ্রিয় গায়ক টোনি কক্কর। অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করেছেন। গানটির নৃত্য পরিচালনার দায়িত্বে ছিলেন শক্তি মোহন।
https://www.instagram.com/tv/CZtHNculapw/?utm_source=ig_web_copy_link