আসছে হংসল মেহতার নতুন ওয়েব সিরিজ ‘স্কুপ’

পরিচালক হংসল মেহতার পরিচালনায় আসছে নতুন ওয়েব সিরিজ ‘স্কুপ’। তাঁর শেষ ওয়েব সিরিজ ‘স্ক্যাম ১৯৯২’, যা বেশ জনপ্রিয় হয়েছিল। হংসল মেহতার পরিচালিত ওয়েব সিরিজ ‘স্কুপ’ যা তৈরি হয়েছে জিগনা ভোরার বই, ‘বিহাইন্ড দ্য বার ইন বাইকুল্লাঃ মাই ডেজ ইন প্রিজন’ থেকে অনুপ্রাণিত হয়ে। ওয়েব সিরিজটি মুক্তি পাবে নেটফ্লিক্সে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং।

https://www.instagram.com/p/CZtCr6DDGeM/?utm_source=ig_web_copy_link