মুক্তি পেল অক্ষয়কুমার অভিনীত ছবি ‘বচ্চন পান্ডে’-এর ট্রেলার। আগামী ১৮ই মার্চ দোলে মুক্তি পাবে ছবিটি। পরিচালক ফারহাদ সামজির পরিচালনায় ছবি ‘বচ্চন পান্ডে’-র ট্রেলারে দেখে অনুমান করা যাচ্ছে ছবিটি অন্য ধরনের হতে চলেছে। ছবিতে অক্ষয়কুমারের চরিত্র তিনি একজন কিলার, তাঁর কাহিনী নিয়ে ছবি তৈরি করতে চায় পরিচালক। পরিচালকের ভূমিকায় অভিনয় করছেন কৃতি শ্যানন। ছবির ট্রেলার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেতা অক্ষয় কুমার লিখেছেন, ‘ধুম ধাড়াকা রং পটাকা আয়ো বানালো টোলি, ইসবার বচ্চন পান্ডে লে আ রাহা আয় হোলি পে গোলি’।
https://www.instagram.com/tv/CaGzONtpnT7/?utm_source=ig_web_copy_link