আজ সাতপাকে বাঁধা পড়ছেন ফারহান-শিবানী

বলিউড হোক কিংবা টলিউড দুই জগতের তারকারাই একে একে বাঁধা পড়ছেন গাঁটছড়ার বাঁধনে। বলিউডের জনপ্রিয় অভিনেতা ফারহান আখতারের সঙ্গে বাস্তব জীবনে জুটি বাঁধতে চলেছে শিবানী ডান্ডেকর। দীর্ঘ চার বছরের সম্পর্কের পর আজ শাবানা আজমির ও জাভেদ আখতারের ফার্ম হাউসে সাতপাকে বাঁধা পড়ছেন ফারহান আখতার এবং শিবানী ডান্ডেকর। পারিবারিক আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবদের নিয়েই হবে বিয়ের অনুষ্ঠান। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, বিয়েতে উপস্থিত থাকবেন ফারহানের দুই মেয়েও। নিমন্ত্রিত আলিয়া ভট্ট ও হৃতিক রোশনও।