১৩-তম বেঙ্গালুরু আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে চলেছে বাংলা ছবি। জায়গা করে নিল এশিয়ান সিনেমা কম্পিটিশন বিভাগে রঞ্জন ঘোষের পরিচালনায় ‘মহিষাসুরমর্দ্দিনী’ ছবিটি। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন দেশের যে পাঁচটি চলচ্চিত্র উৎসবকে স্বীকৃতি দেয়, তাঁর মধ্যে রয়েছে বেঙ্গালুরু। বাইরের দেশের ছবিগুলির সাথে প্রতিযোগিতায় নামল বাংলা ছবি। পরিচালক রঞ্জন ঘোষের ছবি ‘মহিষাসুরমর্দ্দিনী’-তে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়।