লেখিকা মহাশ্বেতা দেবীর জীবন অনুপ্রাণিত ছবি ‘মহানন্দা’। ছবির পোস্টার সহ এক ঝলক আগেই দেখা গিয়েছে। গতকাল অর্থাৎ ভাষা দিবসের দিনই প্রকাশ পেয়েছে অরিন্দম শীল পরিচালনায় ছবি ‘মহানন্দা’র দ্বিতীয় অফিসিয়াল টিজার। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী গার্গী রায়চৌধুরীকে। আগামী ৮ই এপ্রিল বড়পর্দায় মুক্তি পাবে ছবি ‘মহানন্দা’। ছবিতে দেখা যাবে ইশা সাহা, অর্ণ মুখোপাধ্যায়, দেবশঙ্কর হালদারকেও।