দক্ষিনী ছবির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রথ প্রভুকে দেখা যাবে পরিচালক গুণশেখরের পরিচালনায় ‘শকুন্তলম’ ছবিতে। অভিনেত্রী নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ার পেজে ছবির প্রথম লুক সহ পোস্টার শেয়ার করেছেন। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে নীলিমা গুণা ও দিল রাজু। কালিদাসের জনপ্রিয় কাব্য শকুন্তলা থেকেই তৈরি হচ্ছে গুণশেখরের পরিচালনায় ছবি শকুন্তলম’। অভিনেত্রী সামান্থা রথ প্রভুকে শেষ দেখা গিয়েছিল ‘পুষ্পা দ্য রাইজ পার্ট ওয়ান’ ছবির জনপ্রিয় গান ‘ও অন্তাভা’-তে। অভিনেত্রীর আগামী ছবি ‘যশোদা’ ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে নেটদুনিয়ায়।
https://www.instagram.com/p/CaOaajNrGY6/?utm_source=ig_web_copy_link