নতুন ছবি নিয়ে ফিরছেন বলিউড অভিনেতা শ্রেয়স তলপড়ে। নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ার পেজে ছবির পোস্টার শেয়ার করে সেই খবর জানায়। আসতে চলেছে ‘কৌন প্রবীণ তাম্বে’, ইতিমধ্যেই নেটদুনিয়ায় শেয়ার হয়েছে ছবির পোস্টার। এবার ভারতীয় ক্রিকেটারের বায়োপিকে অভিনয় করবেন অভিনেতা শ্রেয়স তলপড়ে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল কপিল দেবের বায়োপিক, যেখানে অভিনয় করতে দেখা গিয়েছিল রণবীর সিংকে। আবার প্রবীণ তাম্বের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা শ্রেয়স তলপড়ে।