মুক্তি পেল বলিউডের জনপ্রিয় অভিনেতা জন আব্রাহামের অভিনীত ছবি ‘অ্যাটাক’-এর ট্রেলার। আগামী ১লা এপ্রিল মুক্তির পেতে চলেছে ছবিটি। সোশ্যাল মিডিয়ার পেজে অভিনেতা নিজেই ছবির পোস্টারসহ ভিডিও শেয়ার করেছেন। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জন আব্রাহাম, জ্যাকলিন ফার্নান্ডেজ, রকুলপ্রীত সিংহকে। পরিচালক লক্ষ্য রাজ আনন্দের পরিচালিত ছবিতে রয়েছেন প্রকাশ রাজ, রত্না পাঠক শাহও। অভিনেতা জন আব্রাহামকে কিছুদিন আগে শাহরুখ খান অভিনীত ছবি ‘পাঠান’-এর টিজারে দেখা গিয়েছিল।
https://www.instagram.com/tv/Cay2SRgFdKK/?utm_source=ig_web_copy_link