প্রকাশ পেল পরিচালক আহমেদ খানের ছবি ‘হিরোপন্থী ২’-এর নতুন পোস্টার। আগামীকাল মুক্তির পাবে ছবির ট্রেলার। ছবিতে অভিনত করতে দেখা যাবে টাইগার শ্রফ এবং তারা সুতারিয়াকে। আহমেদ খানের পরিচালনায় ছবিটি মুক্তি পাবে আগামী ২৯শে এপ্রিল। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ সোশ্যাল মিডিয়ার পেজে ছবির ট্রেলার ঘোষণার কথা জানায়। তাছাড়াও অভিনেতা নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ার পেজে ছবি নতুন পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘অ্যাকশন, সোয়্যাগ অ্যান্ড হিরোপন্থী সাবকো আতি নেহি, অর মেরি যাতি নেহি’।